‘আপনার লজ্জিত হওয়া উচিত’,সুপ্রিম কোর্টে ভর্ৎসিত পার্থ, মিলল না জামিন

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলা চলছে সুপ্রিম কোর্টে৷ এই মামলায় অনেকেই ইতিমধ্যে জামিনে ছাড়া পেয়েছেন৷ তবে পার্থের জামিনের প্রশ্নে বারবার উঠে…

partha chatterjee bail plea granted by Supreme Court

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলা চলছে সুপ্রিম কোর্টে৷ এই মামলায় অনেকেই ইতিমধ্যে জামিনে ছাড়া পেয়েছেন৷ তবে পার্থের জামিনের প্রশ্নে বারবার উঠে এসেছে প্রভাবশালীর তত্ব৷    বুধবার মামলার শুনানিতে তাঁকে কার্যত ভর্ৎসনা করল শীর্ষ আদালত। বাকিদের সঙ্গে তিনি যাতে নিজের তুলনা না করেন, সেই বিষয়ে সতর্ক করে দিলেন বিচারপতিরা৷  এদিন সুপ্রিম কোর্ট জানায়, পার্থ চট্টোপাধ্যায় যদি সত্যিই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে এত সহজে জামিন পাওয়া সম্ভব নয়৷ (Partha Chatterjee bail hearing)

রায় ঘোষণা স্থগিত Partha Chatterjee bail hearing

এদিন মামলার শুনানি হলেও রায় ঘোষণা স্থগিত রেখেছেন বিচারপতিরা। যাঁর বিরুদ্ধে পাহাড়-প্রমাণ দুর্নীতির অভিযোগ রয়েছে, তাঁকে এত সহজে জামিন দিলে সমাজে কী বার্তা যাবে, তা নিয়েও চিন্তিত শীর্ষ আদালত৷ যদিও পার্থের আইনজীবী মুকুল রোহতাগির বক্তব্য, তাঁর মক্কেলের বাড়ি থেকে কোনও টাকা উদ্ধার হয়নি৷ বরং টাকার পাহাড় মিলিছে তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে৷ এ প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, পার্থ নিজে দুর্নীতি না করে, তিনি হয়তো ‘ডামি’ সামনে রেখে দুর্নীতি করেছেন। আদালত সাফ জানিয়েছে, তদন্তের অগ্রগতির পরেই জামিনের বিষয়টি বিবেচনা করে দেখা যাবে৷ 

   

অন্যের সঙ্গে তুলনা নয়  Partha Chatterjee bail hearing

সুপ্রিম কোর্টে পার্থের প্রশ্ন ছিল, ‘‘অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য-সহ অনেকেই জামিন পেয়েছেন, তাহলে আমাকে দেওয়া পাব না?’’ এই প্রশ্নের প্রেক্ষিতে বিচারপতি বলেন, ‘‘বাকিরা আর আপনি সমান নন।’’  পার্থের আইনজীবীর উদ্দেশে বিচারপতির বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্যদের তুলনা করা যাবে না৷ কারণ তাঁদের সকলের অবস্থান এক নয়। যে সময় নিয়োগ দুর্নীতি হয়েছে, সেই সময়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ। অন্য কোউ নন৷ তাই বাকিদের সঙ্গে তুলনা করার আগে ওঁর লজ্জিত হওয়া উচিত৷ 

 

West Bengal: Partha Chatterjee’s bail hearing continues in the Supreme Court amidst corruption allegations. Despite others being granted bail, the court remains cautious due to the high-profile nature of the case. Decision pending further investigation progress.