প্যারা মেডিক্যাল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে

বর্ধমান: প্যারা মেডিক্যাল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার৷ ভাড়াবাড়ির ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়৷ ঘটনাটি শক্তিগড়ের৷ মৃতার নাম বৃষ্টি বেরা (১৯)৷ মৃত ছাত্রী বৃষ্টি বেরাবাড়ি…

Purba Bardhaman

বর্ধমান: প্যারা মেডিক্যাল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার৷ ভাড়াবাড়ির ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়৷ ঘটনাটি শক্তিগড়ের৷ মৃতার নাম বৃষ্টি বেরা (১৯)৷ মৃত ছাত্রী বৃষ্টি বেরাবাড়ি বাঁকুড়ার জয়রামবাটিতে৷ প্রশিক্ষণরত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের অতিরিক্ত মানসিক চাপ ও ডিউটি ম্যানেজমেন্ট ইনচার্জের কুপ্রস্তাবের জেরেই বৃষ্টি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ পরিবারের৷

বৃষ্টি বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে বামচান্দাইপুরের একটি বেসরকারি হাসপাতালে ‘ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি’র দ্বিতীয় বর্ষের শিক্ষানবিশ হিসাবে কর্মরত ছিলেন৷ ওই হাসপাতালের কাছেই বাড়ি ভাড়া করে থাকতেন তিনি৷ সেখান থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে শক্তিগড় থানার পুলিশ৷

পরিবারের অভিযোগ, বিভিন্ন সময়ই হাসপাতালের তরফে তাঁর উপর মানসিক চাপ তৈরি করা হত। অতিরিক্ত ডিউটি করানো হত৷ সাম্প্রতিক সময়ে হাসপাতালে ডিউটি ম্যানেজমেন্ট অফিসারও তাঁকে নানান কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ৷ আর তার জেরেই বৃষ্টি আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের৷

উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও৷ ঘটনার পর ইতিমধ্যেই বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষ ও ডিউটি ম্যানেজমেন্ট ইনচার্জের বিরুদ্ধে শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা৷ অভিযোগের পরিপেক্ষিতে তদন্ত শুরু করেছে শক্তিগড় থানার পুলিশ৷ মৃতার পরিবারের তরফে তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের অপারেশনাল ম্যানেজার অভিষেক বন্দ্যোপাধ্যায়৷