Bankura: বাঁকুড়ায় পরপর গুলি, প্রকাশ্যে খুনের চেষ্টা

বাঁকুড়া শহরের কেশিয়াকোলে চলন্ত গাড়ির আরোহীদের লক্ষ করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য। জেলা পুলিস সূত্রে জানা যাচ্ছে এদিন বাঁকুড়া আদালত থেকে জামিন পাওয়া এক ব্যাক্তি…

Bankura: বাঁকুড়ায় পরপর গুলি, প্রকাশ্যে খুনের চেষ্টা

বাঁকুড়া শহরের কেশিয়াকোলে চলন্ত গাড়ির আরোহীদের লক্ষ করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য। জেলা পুলিস সূত্রে জানা যাচ্ছে এদিন বাঁকুড়া আদালত থেকে জামিন পাওয়া এক ব্যাক্তি ও আরও কয়েকজন গাড়িতে ছিল। সেসময় মোটরসাইকেল করে এসে দুই ব্যাক্তি গাড়ীর আরোহীদের লক্ষ করে গুলি ছোঁড়ে। কমপক্ষে করে ১৪ থেকে ১৫ রাউন্ড গুলি চালায় তারা।

এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় ঘটনাস্থলে তিনজন গুলিবিদ্ধ হয়। সিটের নিচে লুকিয়ে পড়েন ওই গাড়ির একজন যাত্রী। তিনি জানিয়েছেন, ওই গাড়িটিতে করে একজন জামিন প্রাপ্ত ব্যক্তিরে নিয়েবাড়ি নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ মোটরবাইকে চেপে দুজন গুলি চালাতে শুরু করে। বাইক আরোহী দুজনের মাথায় হেলমেট ছিল। গুলিবিদ্ধ তিন জনকে পুলিশ উদ্ধার করে বাঁকুড়া মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে গেছে। দিনে দুপুরে এই ধরনের ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ । স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত।

দিনে দুপুরে বাঁকুড়ার কেশিয়াকোলে প্রকাশ্যে চলল গুলি। বাইকে বসে চার চাকা গাড়ি লক্ষ্য করে গুলি। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। রাস্তা আটকে চলছে পুলিশের নাকাচেকিং। বাঁকুড়ার দিক থেকে আসছিল একটি চার চাকার ছোট গাড়ি। জানা গিয়েছে তারা কোর্টের কাজ সেরে ফিরছিল। বেশ কিছুক্ষন ধরে তাদের অনুসরণ করছিল একটি বাইক। সেই গাড়িতে ছিল দুজন। তারা ওই চার চাকা গাড়িটি লক্ষ্য করে একেবারে গুলি চালায়। ঘটনাস্থলে আহত হয় একাধিক।

Advertisements

ইতিমধ্যে আহতদের উদ্ধার করে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। গুলি চালানোর পর দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাই পুলিশ রাস্তা আটকে দুষ্কৃতীদের খোঁজে চালাচ্ছে নাকাচেকিং।