Panchyat Election: মার্চ-এপ্রিলে পঞ্চায়েত ভোটে কোমর বেঁধে নামছে তৃণমূল

আগামী বছরের মার্চ-এপ্রিল করেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন (Panchyat Election)। রাজ্য পুলিশ দিয়েই পঞ্চায়েত নির্বাচন হবে বলে জানা গেছে। আসন বিন্যাস এবং আসন সংরক্ষণ নিয়ে…

আগামী বছরের মার্চ-এপ্রিল করেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন (Panchyat Election)। রাজ্য পুলিশ দিয়েই পঞ্চায়েত নির্বাচন হবে বলে জানা গেছে। আসন বিন্যাস এবং আসন সংরক্ষণ নিয়ে খসড়া চালু করা হবে। জানুয়ারিতেই নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, বুধবার ২০ টি রাজ্যের আসন সংক্রান্ত খসড়া প্রকাশ করা হবে। তা নিয়ে কোনও রাজনৈতিক দলের সমস্যা থাকলে তা নিয়ে ২ নভেম্বরের মধ্যে জেলাশাসক ও নির্বাচন কমিশনের কাছে জানাতে হবে। এরপর নভেম্বরের শেষের দিকে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

২০২৩ সালে হবে হাওড়া পুরনিগম নির্বাচন। সেখানকার ৫০টি ওয়ার্ডকে ৬৬টি ওয়ার্ডে পরিণত করার কাজ চলছে।

পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রস্তুতি দীপাবলি মিটলেই শুরু করে দিতে চায় রাজনৈতিক দলগুলি। পঞ্চায়েত ভোটে রাজ্য পুলিশের ওপরেই ভরসা রাখছে নির্বাচন কমিশন। নির্বাচন শান্তিপূর্ণ হবেনা অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হতে পারে বিরোধী পক্ষ।