Panchayat Elections: ক্যানিংয়ে মনোনয়নে বাধা শাসক তৃণমূলকেই, উত্তপ্ত ভাঙড়

Panchayat Elections: ক্যানিং-এ ফের উত্তেজনা। মনোনয়নে বাধা শাসক দলকেই। তৃণমূলকে মনোনয়নে বাধা। ব্লক সভাপতির নেতৃত্বে রাস্তা অবরোধ।‌ দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ । মনোনয়নের পঞ্চম দিনেও উত্তপ্ত…

Panchayat Canning

short-samachar

Panchayat Elections: ক্যানিং-এ ফের উত্তেজনা। মনোনয়নে বাধা শাসক দলকেই। তৃণমূলকে মনোনয়নে বাধা। ব্লক সভাপতির নেতৃত্বে রাস্তা অবরোধ।‌ দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ ।

মনোনয়নের পঞ্চম দিনেও উত্তপ্ত ভাঙড়। আগামী কালের পর ফের রণক্ষেত্র ভাঙড়। আজ ফের ভাঙড়ে ঝড়ল রক্ত। হাতে হাতে বাঁশ, লাঠি। ১৪৪ ধারা ভেঙে এলাকায় ঢুকছে গাড়ি। বিডিও অফিসের সামনে জমায়েত।  ক্যানিং-এ পুলিশের লাঠিচার্জ। এলাকায় অশান্তি সৃষ্টি করছিলেন যারা লাঠি চার্জ করে তাদের সরাতে‌ থাকে পুলিশ। হচ্ছে বোমাবাজি।মুড়ি মুড়কির মতো পড়ছে বোমা। গতকালের ভাঙড়ের পরিস্থিতি আজ ক্যানিং-এ।

   

অন্যদিকে, সকাল থেকে পরিস্থিতি থমথমে থাকলেও বেলা বাড়তেই উত্তেজনা।‌ পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি ক্যানিং-এ। ইটের ঘায়ে জখম পুলিশ। জখম ক্যানিং-এর SPDO। তৃণমূলের পতাকা হাতে দুষ্কৃতীরা ইট ছুঁড়ছে বলে অভিযোগ। বোমা পড়েছে বলে অভিযোগ করা হচ্ছে। রাস্তায় পড়ে রয়েছে তৃণমূলের পতাকা‌। ক্যানিং-এ তৃণমূল বনাম পুলিশের খন্ডযুদ্ধ।

ভাঙড় ১ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনের ১ কিলোমিটারে ১৪৪ ধারা জারি থাকলেও জমায়েত রয়েছে। সকলের হাতে লাঠি। শাসক দলের নেতাদের নিরাপত্তার জন্য জমায়েত করা হচ্ছে বলে জানিয়েছেন শাসকদল। ৫০ মিটারের মধ্যেই নিয়ম না মেনে‌ জমায়েত। মনোনয়ন পর্বে এই পরিস্থিতিতে ভয়ার্ত স্থানীয়রা।