Panchayat Election: বধ্যভূমি ভাঙড়ে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে উত্তপ্ত গোটা রাজ্য। পঞ্চায়েত ভোটের আগেই মনোনয়ন পর্ব কালে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভাঙড়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে…

Bhangar bomb recovery

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে উত্তপ্ত গোটা রাজ্য। পঞ্চায়েত ভোটের আগেই মনোনয়ন পর্ব কালে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভাঙড়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাজা বোমা। শুক্রবার ভাঙড় থানার (Bhangar Police Station) পাশ থেকেই উদ্ধার হয়েছে সাতটি ব্যাগ ভর্তি বোমা।

গোটা ভাঙড় রণক্ষেত্রে পরিণত হয়েছে, চারিদিকে শুধু বন্দুক আর বোমা। বাতাসে ভেসে বেড়াচ্ছে বারুদের গন্ধ। ভাঙড় গার্লস হাই স্কুলের পাশেই ভগ্ন প্রায় পুরনো রেজিস্ট্রি অফিসের ভিতর থেকে উদ্ধার হয়েছে ৭টি ব্যাগ ভর্তি তাজা বোমা। যাতে বিস্ফোরণ না হয়ে যায় তাই কাঠের ভুষি দিয়ে নিয়ে আসা হয়েছিল বোমা গুলি।

পুলিশের জারি করা ১৪৪ ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে দুষ্কৃতিদের তাণ্ডব। মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ঢুকে চলছে দেদার বোমাবাজি। অন্যদিকে আবার এই ভাঙড় গার্লস হাই স্কুলের ঠিক এক মিনিটের দূরত্বে রয়েছে ভাঙড় থানা। অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে এখনো পর্যন্ত।

Advertisements

সকাল থেকে পুলিশ বাহিনী কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। এমনকি বোমা নিষ্ক্রিয় করার জন্য ডাকা হয়নি বোম স্কোয়াড বাহিনীকে। ইতিমধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন তুলছে বিরোধীপক্ষেরা। সাধারণ মানুষদের মধ্যে ছেয়ে রয়েছে আতঙ্ক। এই বোমা থেকে যে কোনও সময় বিস্ফোরণ ঘটতে পারে। অথচ এখনো পর্যন্ত নির্বিকার রয়েছে ভাঙড় পুলিশ।