Panchayat Election: ভাঙড়ে বোমা হামলা কাটিয়ে মনোনয়ন জমা মহিলা বাম প্রার্থীর

ফের উত্তপ্ত ভাঙড়। ফের মনোনয়ন ঘিরে সংঘর্ষ। এবার বাম প্রার্থীকে রুখতে বোমা হামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। তবে ওই সিপিআইএম মহিলা প্রার্থীকে আটকাতে পারলনা তৃণমূল। তিনি…

Panchayat Election: ভাঙড়ে বোমা হামলা কাটিয়ে মনোনয়ন জমা মহিলা বাম প্রার্থীর

ফের উত্তপ্ত ভাঙড়। ফের মনোনয়ন ঘিরে সংঘর্ষ। এবার বাম প্রার্থীকে রুখতে বোমা হামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। তবে ওই সিপিআইএম মহিলা প্রার্থীকে আটকাতে পারলনা তৃণমূল। তিনি মনোনয়ন জমা করলেন।

পুলিশি মধ্যস্থতায় বিডিও অফিসে মনোনয়ন জমা দেন বাম প্রার্থী মামনী মণ্ডল। তার অভিযোগ, তৃণমূলের লোকজন আটকাচ্ছিল। পুলিশ না থাকলে মনোনয়ন জমা দিতে পারতাম না। তবে এখানে আসার পথে হুমকি দিচ্ছে।

Advertisements

সকাল থেকেই পরপর বোমা।বিডিও অফিসের বাইরে জমায়েত তৃণমূল কর্মীদের। ভিড় হটাতে পুলিশি তৎপরতা চললেও বোমা পড়ছে।