দেগঙ্গায় পঞ্চায়েত ভোটে সংঘর্ষ, বোমা মেরে খুন ছাত্রকে

Panchayat Election: রক্তাক্ত পঞ্চায়েত ভোট। দেগঙ্গায় তৃণমূল ও আইএসঅফ সংঘর্ষ। বোমা মেরে খুন করা হলো ছাত্রকে। তীব্র উত্তেজনা দেগঙ্গায়। বুধবার রাত থেকে চলছে সংঘর্ষ। বৃহস্পতিবার সকালেও তীব্র উত্তেজনা। 

Advertisements

রাত থেকে চলছে ধরপাকড়। একাধিক ধৃত। নিহত ছাত্রকে নিজেদের সমর্থক বলে দাবি করেছে তৃ়ণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, সিপিআইএম ও আইএসএফ যৌথভাবে হামলা করেছিল মিছিলে। বাড়ির ছাদ থেকে বোমা মারা হয়। সেই বোমায় আহত হয়ে মারা যায় ওই ছাত্র।  তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বাম শিবির।

Advertisements

দেগঙ্গার পরিস্থিতি তীব্র উত্তেজনাপূর্ণ। রাজ্যে পঞ্চায়েত ভোটে পরপর রাজনৈতিক সংঘর্ষে খুনের ঘটনা চলছে। মনোনয়ন পর্ব থেকে বুধবার পর্যন্ত নিহত ১৬ জন।