Panchayat Election: পঞ্চায়েতে ‘হামলা-প্রত্যাঘাত’ অবস্থানে মারমুখী তৃণমূল-বাম

কোথাও শাসক তৃণমূলের (tmc) বিরুদ্ধে  ‘হামলা’র অভিযোগ, কোথাও বিরোধী বাম (cpim) শিবিরের ‘প্রত্যাঘাত’ পাল্টা হামলার ছবি ধরা পড়ছে। পঞ্চায়েত ভোটের (panchayat election)  মনোনয়ন জমা ঘিরে…

কোথাও শাসক তৃণমূলের (tmc) বিরুদ্ধে  ‘হামলা’র অভিযোগ, কোথাও বিরোধী বাম (cpim) শিবিরের ‘প্রত্যাঘাত’ পাল্টা হামলার ছবি ধরা পড়ছে। পঞ্চায়েত ভোটের (panchayat election)  মনোনয়ন জমা ঘিরে গ্রাম বাংলার রক্ত গরম! জেলায় জেলায় চলছে সংঘর্ষ। দুপক্ষই তৈরি বলে দাবি করেছে।

পঞ্চায়েত মনোনয়ন পর্বে সরগরম রাজ্য। তুলনামূলক দক্ষিণবঙ্গের জেলাগুলি বেশি উত্তপ্ত। আর উত্তরবঙ্গের গরম পরিস্থিতি মালদা ও কোচবিহারে।  মনোনয়ন পর্বে গত সপ্তাহে মুর্শিদাবাদে খুন করা হয় কংগ্রেস সমর্থককে। অভিযুক্ত টিএমসি। একাধিক জেলায় চলছে তৃণমূল ও বাম শিবিরের সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে মনোনয়ন জমা কেন্দ্রের এক কিলোমিটার এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। তবে সংঘর্ষ চলছে।

   

গত পুরভোট রাজ্যের বিরোধী দল বিজেপি নিশ্চিহ্ন হয়ে যায়। তারা একটিও পুরসভা দখল করতে পারেনি। আর বিধানসভায় আসন না পেলেও বাম দখলে আছে নদিয়ার তাহেরপুর পুরসভা। পুর নির্বাচনে  রাজ্যে ভোটের নিরিখে বিজেপির উপরে সিপিআইএম। এর ভিত্তিতে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সংগঠন মজবুত করতে নামে সিপিআইএম।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০১১ সালের পর ক্ষমতাচ্যুত বাম শিবিরের সংগঠনে যে ধস নেমেছিল তা যে খানিকটা চাঙ্গা সেটা পঞ্চায়েতের মারমু়খী মেজাজে স্পষ্ট। বারে বারে বাম ‘প্রত্যাঘাত’ মুখে পড়ছে তৃণমূল কংগ্রেস। তবে পঞ্চায়েত ভোটে বাম শিবিরের পাশে থেকে মারকুটে মেজাজ নিয়েছে কংগ্রেসও।

অন্যদিকে তৃ়ণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ। তবে শাসকদলের মুখপাত্র কুনাল ঘোষের দাবি, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এত বড় রাজ্য। তিনি কটাক্ষ করে বলেন, হামলা সিপিএমের জেনেটিক প্রবলেন (জিনগত দোষ)।

সিপিআইএম সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, হামলা হলেই পাল্টা রুখে দাঁড়ান। আইন আদালত বুঝে নেব।