Panchayat Election: মালদহে উদ্ধার বেআইনি অস্ত্র, বাসন্তীতে মিলল বোমা

West Bengal Police

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আবহে বেআইনি অস্ত্রের রমরমা রুখতে জেলায়-জেলায় চলছে রাজ্য পুলিশের এসটিএফের অভিযান। এবার মালদহের ইংলিশবাজার থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল এসটিএফ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বাসন্তীতে ব্যাগ ভরতি বোমা উদ্ধার হয়েছে।

এসটিএফ সূত্রে খবর, ধৃতদের জেরা করে গোটা অস্ত্র কারবার চক্রের খোঁজ চালানো হচ্ছে। পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে, মালদহ জেলায় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়াচ্ছে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স।

   

জানা যাচ্ছে, ধৃতরা হল সাইফ মুবসার আহমেদ ওরফে জেএম (২৩) এবং কাশিম শেখ (১৯)। দুজনেরই বাড়ি কালিয়াচক থানার সুজাপুর এলাকায়। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে একটি স্বয়ংস্ক্রিয় সেভেন এমএম পিস্তল, একটি দেশি পিস্তলের ম্যাগাজিন এবং ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে।

প্রসঙ্গত, রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার কলতলা এলাকায় একটি ফাঁকা অর্ধনির্মিত ঘরের মধ্যে ব্যাগ থেকে তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রেখেছে বাসন্তী থানা পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ১১টি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বোমা মিলেছে ৭২টি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন