Kalyan Banerjee: উপরাষ্ট্রপতির মিমিক্রি করায় সাংসদ কল্যাণের বিরুদ্ধে সরব রাষ্ট্রপতি

উপরাষ্ট্রপতিকে ‘অশালীন’ কটাক্ষ করায় TMC সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)  ভূমিকায় তীব্র প্রতিক্রিয়া দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইতিমধ্যে শ্রীরামপুরের তৃ়নমূল সাংসদের বিরুদ্ধে দিল্লির ডিফেন্স কলোনি…

উপরাষ্ট্রপতিকে ‘অশালীন’ কটাক্ষ করায় TMC সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)  ভূমিকায় তীব্র প্রতিক্রিয়া দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইতিমধ্যে শ্রীরামপুরের তৃ়নমূল সাংসদের বিরুদ্ধে দিল্লির ডিফেন্স কলোনি থানায় অভিযোগ দায়ের হয়েছে|

উপরাষ্ট্রপতিকে কল্যাণের উপহাসের তীব্র নিন্দা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করেন, ‘সংসদ চত্বরে উপরাষ্ট্রপতিকে যে ভাবে উপহাস করা হয়েছে তাতে আমি ব্যথিত। নির্বাচিত জনপ্রতিনিধিদের বাক্ স্বাধীনতা নিশ্চয়ই আছে। কিন্তু তাঁদের অভিব্যক্তি অবশ্যই মর্যাদা ও সৌজন্যপূর্ণ হওয়া উচিত। সেটাই সংসদীয় পরম্পরা, দেশের মানুষও সেটাই প্রত্যাশা করে’।

গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদের অন্যান্য সাসপেন্ডেড সাংসদের সাথে প্রতিবাদের সময় উপরাষ্ট্রপতিকে নকল করেন। অশালীন আচরণ করেন প্রকাশ্যে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তার মোবাইল ফোনে তৃণমূল কংগ্রেস এমপির ছবি তুলতে দেখা গেছে। এই ঘটনার জেরে তৃ়নমূলের আইনজীবী সাংসদের বিরুদ্ধে এবার সরব খোদ রাষ্ট্রপতি। তিনি সামাজিক মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন।

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরাষ্ট্রপতিকে উপহাস করার ঘটনায় জগদীপ ধনকড়কে ফোন করে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী । বললেন, ২০ বছর ধরে নিজেও এই ধরনের অপমানের সম্মুখীন হয়েছেন। তবে খাস সংসদে উপরাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদকে অপমান ভীষণ বেদনাদায়ক। এমনটাই ফোনে বলেছেন প্রধানমন্ত্রী, এক্স হ্যান্ডলে পোস্ট করে জানালেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তিনি আরও লেখেন, ‘প্রধানমন্ত্রীকে বলেছি, এঁরা সংবিধানের মর্যাদা রক্ষায় আমায় রুখতে পারবে না। কোনও অপমান আমায় নিজের পথ থেকে সরাতে পারবে না’ , এক্স হ্যান্ডলে পোস্ট উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের।

প্রসঙ্গত, সংসদ থেকে সাসপেন্ড করার প্রতিবাদে মঙ্গলবার, উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্য়ান জগদীপ ধনকড়কে নকল করে, অঙ্গভঙ্গি করার অভিযোগ ওঠে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে। সামনে দাঁড়িয়ে ছবি তোলেন রাহুল গান্ধী। বিষয়টা জানতে পেরে, অধিবেশনকক্ষে নিন্দায় সরব হন জগদীপ ধনকড়ও। নতুন সংসদভবনের মকর দ্বারের সিঁড়িতে যখন বিরোধী দলের সাংসদরা বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন অঙ্গভঙ্গি করে বেশ কিছু কথা বলতে শোনা যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আর কল্যাণের একেবারে সামনে দাঁড়িয়ে, তাঁর অঙ্গভঙ্গি মোবাইল ফোনে রেকর্ড করছিলেন রাহুল গান্ধী।

বুধবার ১৪১ সাংসদের সাসপেনশনের প্রতিবাদে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে বিরোধীরা এদিনও একজোটে প্রতিবাদ জানান।