বৌ-শালী নয় বেআইনি নিয়োগে জড়িত তৃণমূল নেতাদের গার্লফ্রেন্ডরা: শুভেন্দু

স্কুল সার্ভিস দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দলের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীর। সেই দুর্নীতি কাণ্ডে আর্থিক লেনদেনের পরিমাণ এবং কার অ্যাকাউন্টে কীভাবে টাকা…

Kmc election tax free issue suvendhu adhikari

স্কুল সার্ভিস দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দলের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীর। সেই দুর্নীতি কাণ্ডে আর্থিক লেনদেনের পরিমাণ এবং কার অ্যাকাউন্টে কীভাবে টাকা গেছে তার হদিশ পেতে শুক্রবার তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার এ প্রসঙ্গে শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)।

শুক্রবার বাঁকুড়ার সোনামুখীতে জনসভা ছিল নন্দীগ্রামের বিধায়কের৷ সেখানে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে শুভেন্দু বলেন, বাঁকুড়া জেলা থেকে এসএসসিতে ১০০ কোটি টাকা তোলা হয়েছে। এমন কোনও তৃণমূলের নেতা নেই, যার পরিবারের ৫ জন করে সদস্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়নি৷ বৌ,শালী ছাড়াও গার্লফ্রেন্ডদেরও চাকরি দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ওন্দার প্রাক্তন বিধায়কের কথা তুলে ধরেন তিনি৷

উল্লেখ, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে বিরাট অঙ্কের টাকার লেনদেন হয়েছে। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষনে একথা বারবার উঠে এসেছিল। এমনকি বাগ কমিটির রিপোর্টে সেকথা উল্লেখ রয়েছে। ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে চলে যাওয়ার পর একই সন্দেহ দেখা দিয়েছিল। এবার সেই আর্থিক দুর্নীতির তদন্তভার নিল ইডি। দিল্লি থেকে সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে রিপোর্টে চেয়ে পাঠানো হয়েছে।

এর আগে অবশ্য এই আর্থিক লেনদেনের আঁচ পেয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীর সম্পত্তির হিসেব চেয়েছিল সিবিআই৷ মন্ত্রীদের দেওয়া তথ্য কতটা সঠিক তা যাচাই করতে আয়কর দফতরের কাছেও নথি চাওয়া হয়েছিল৷ একইসঙ্গে উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যদের সম্পত্তির হিসেব সিবিআইয়ের আতস কাঁচের তলায়।