কয়েক মাসের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ও বংশ’কে প্রাক্তন করব: শুভেন্দু অধিকারী

কাঁথি ( পূর্ব মেদিনীপুর ): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়’কে নজিরবিহীন আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার বিকালে ভগবানপুরে কাঁথি লোকসভা বিজেপি প্রার্থী…

Suvendu Adhikari

কাঁথি ( পূর্ব মেদিনীপুর ): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়’কে নজিরবিহীন আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার বিকালে ভগবানপুরে কাঁথি লোকসভা বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে জনসভায় করেন। সভা থেকে নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে আন্দোলনের সময় মা ও বেটা আখ্যা দেন ! সেই সময় তাদের দেখা ছিল না! একুশে বিধানসভার পর আবারও হুংকার দিলেন শুভেন্দু অধিকারী। কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচন হবে? মুখ্যমন্ত্রী ও তার বংশকে প্রাক্তন করবো! যদি না করতে পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয়! পাশাপাশি রাজ্য পুলিশকেও হুঁশিয়ারী দেন! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমন বক্তব্যের পর নতুন করে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে! তাহলে কি লোকসভা নির্বাচনের পর তৃণমূল সরকার ক্ষমতা হারাবে? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনীতি মহলে !

রবিবার বিকেলে কাঁথি লোকসভা বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে ভগবানপুরে জনসভা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী ও সরকারকে, সন্দেশখালি শেখ শাহাজান প্রসঙ্গ তুলে তীব্র ভাষায় আক্রমণ করেন! এদিন সভায় উপস্থিত ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তমলুকে প্রাক্তন সংসদ দিব্যেন্দু অধিকারী, ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, দক্ষিণ কাঁথির বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি অরূপ কুমার দাস ও বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল সহ এক ঝাঁক বিজেপি নেতৃত্বরা।

   

এদিন সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’কে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন ” রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’কে আক্রমণ করেন ও প্রাক্তন করার হুঁশিয়ারি দেন। শুভেন্দুর দাবি ” আগামী কয়েক মাসের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবো। কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচন হবে। মুখ্যমন্ত্রী তার বংশ’কে প্রাক্তন করবো! লোকসভা নির্বাচন দেশের নির্বাচন! বিজেপি ৫৪৩ আসনে প্রার্থী দিয়েছে। তৃণমূল কতগুলি আসলে প্রার্থী দিয়েছে “? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে কটাক্ষ করেন। তাঁর দাবি ” প্রধানমন্ত্রী গল্প আর বলেন না! মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিন প্রধানমন্ত্রী হবে যেদিন পুকুরে ইলিশ মাছ চাষ হবে! যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে সেদিনই প্রধানমন্ত্রী হবেন! স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুকপকেট হবে “!

২০১১ সালের আগে মুখ্যমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতিও কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন ” সরকারে আসার আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন্দ্রীয় হারে ডিএ দেবেন। এখনো তো ডাবল ডাবল চাকুরি যাচ্ছে। বাংলা শেষ করে দিয়েছে। বৃদ্ধ মা -বাবাকে ছেড়ে বাংলা যুবকেরা বিভিন্ন রাজ্যেকে পরিযায়ী শ্রমিক। বিজেপি সরকার এলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীকে মিথ্যাশ্রী পুরস্কার দেবো! মেদিনীপুরের মানুষকে গাদ্দার বলছে! আমাকে গাদ্দার বলুন আমি বুঝে নেবো। যেভাবে নন্দীগ্রামে হারিয়েছি। আমাকে বিধানসভায় দেখলে ছুটে পালান “।

নাম না করে অভিশেষ বন্দোপাধ্যায়’কে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন ” ভাইপো কথা বেশি বললো না! হালি মাল! হেলিকপ্টারের নেমেছে। বিগত দিনে একাধিক আন্দোলনে সময় কোথায় ছিল “! সন্দেশখালি প্রসঙ্গ তুলে ধরেন। শুভেন্দু দাবি ” মাঝরাতে পিঠা বানানো! কি হতো সবাই জানে? মা – বোনেরা বুঝতে পারছেন “!

বিজেপি নেতাদের মিথ্যা মামলা গ্রেফতার নিয়ে পুলিশকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ” নাম লেখা থাকলো! আমার স্মৃতিশক্তি তো জানেন! যে সকল বিজেপি নেতাকে গ্রেফতার করছেন, পরে তাদের পায়ে ধরাবো! বিজেপি সভা করলেও জমি দেয় না! এখন বিজেপি বানান পুলিশ। বিজেপি মানেই জনতা, পুলিশ মানেই তৃণমূল!

ভূপতিনগরের নাড়ুয়াভিলা বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্ত নিয়ে তৃণমূল নেতাদের সভা থেকে বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু’র। তাঁর দাবি ” অর্জুননগরের বিস্ফোরণের তিনজনের দেহ উদ্ধার হল। কাউকে চেনা যাচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন চকলেট বোম! পিসিমণির বোম ফাটলে কি হবে “? এদিকে এনআইএ তদন্তের দু’জন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে! ভগবানপুরে দাপুটে তৃণমূল নেতা মানব পড়ুয়া এনআইএ আধিকারীকের খাতায় পলাতক। শুভেন্দু দাবি ” বসন্তিয়া তৃণমূল নেতা শেখ ইয়াফিল বাড়ীতে রয়েছে! নিজের মোবাইল সুইজ অফ করে অন্য একটা মোবাইল ব্যাবহার করেছে। আপনি আত্মসমর্পণ করুন না হলে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াতে হবে “! পাশাপাশি একাধিক তৃনমূল নেতা’কে হুশিয়ারী দেন শুভেন্দু। তাঁর দাবি ” পটাশপুরে তৃনমূল নেতা অপরেশ সাঁতরা সাবধান হোক “!

এদিন ভগবানপুর বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন ” মুখ্যমন্ত্রী অবসর নেন! সময় এসে গেছে। তাহলে রাজ্য বেঁচে যাবে। স্বাস্থ্য – শিক্ষা শেষ হয়ে গেছে “।কাঁথি সংগঠনীক জেলার বিজেপি সভাপতি তথা দক্ষিণ কাঁথি বিধায়ক অরুপ কুমার দাস বলেন ” মেদিনীপুর মুখ্যমন্ত্রী গাদ্দার বলছে! প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। পদ্ম গুলোতে ছাপ! তৃণমূল সরকার’কে ঝাঁটিয়ে বিদায় করতে হবে “।