কয়লা থেকে চাকরি সব খান সাংসদ, ডিসেম্বরে আনছি লাড্ডু: শুভেন্দু

Kolkata High Court Grants Permission for Shubhendu’s Rally

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বারবার দাবি, ডিসেম্বরে তৃণমূল কংগ্রেস সরকার পড়ে যাবে। এ কি হাওয়া গরম নাকি কোনও বিশেষ পদক্ষেপ তা নিয়ে তীব্র আলোচনা চলছে। এদিকে ডিসেম্বর পড়ে গেছে। এবার শুভেন্দু লাড্ডু আনার বার্তা দিলেন।

Advertisements

ডায়মণ্ডহারবারে বিজেপির জনসভা থেকে এলাকার সাংসদ অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন, ‘তিনি সব খান, কয়লা থেকে চাকরি। ডিসেম্বরেই লাড্ডু নিয়ে আসব, কারণটা বলা যাবে না।’

   

শনিবার পূর্ব মেদিনীপুরে গিয়ে কাঁথিতে শুভেন্দুর বাড়ির সামনেই জনসভা করেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক। আর দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ড হারবারে অভিষেকের সংসদীয় এলাকায় জনসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারীর সভা ঘিরে দিনভর অশান্তি তৈরি হয়। পরপর বিক্ষোভ হতে দেখে ঘটনাস্থলে যান বিজেপির বিধায়ক অগ্নিমিত্র পল। পরে জনসভা থেকে শুভেন্দু অধিকারী ডিসেম্বরে লাড্ডু আনবেন বলে আরও বিতর্ক উস্কে দেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements