only soma remains
কলকাতা: সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের ২০১৬ সালের এসএসসি প্যানেলের নিয়োগ বাতিলের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। এর ফলে এক লহমায় চাকরি হারা হলেন ২৫,৭৫২ জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী৷ তবে, মানবিক দৃষ্টিকোণ থেকে এক বিশেষ সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত। ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল থাকবে বলে রায় দেওয়া হয়েছে। only soma remains
২০১৬ সালের এসএসসি নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠেছিল যে, টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে এবং সেখানে আরও নানা ধরনের অনিয়ম ঘটেছে। এই অভিযোগ নিয়ে শুরু হয় আইনি লড়াই, যা শেষমেশ শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছায়। কলকাতা হাই কোর্ট গত এপ্রিলে ২৬ হাজার নিয়োগ বাতিল করার নির্দেশ দেয়। ওই নির্দেশের বিরুদ্ধে কিছু শিক্ষক সুপ্রিম কোর্টে আপিল করেন। বৃহস্পতিবার সেই মামলার রায় ঘোষণা করে শীর্ষ আদালত।
এই রায় সবার জন্য দুর্ভাগ্যজনক হলেও, মানবিক কারণে রক্ষা পেয়েছেন সোমা দাস। যিনি বীরভূমের নলহাটির বাসিন্দা৷ ক্যানসারের চিকিৎসা চলছে তাঁর৷ এই সোমা ২০১৯ সালে কলকাতা প্রেস ক্লাবের সামনে অনশন আন্দোলনে অংশ নিয়েছিলেন। পরে কলকাতা হাই কোর্ট তাঁকে নিয়োগের অনুমতি দেয়। বর্তমানে তিনি নলহাটি ১ নম্বর ব্লকের মধুরা হাই স্কুলে বাংলার শিক্ষক হিসেবে কাজ করছেন।
সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই মামলায় প্রকৃত তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আসল উত্তরপত্র বা ওএমআর শিট উদ্ধার না হওয়ায় কোন ওএমআর শিটকে আসল বলে ধরে নেওয়া হবে, তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। গোটা প্যানেল বাতিল করা হলেও সোমার চাকরি থাকবে বলেই জানিয়েছে আদালত। পাশাপাশি, যাঁরা মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের টাকা ফেরত দিতে বলা হয়েছে ১২ শতাংশ সুদসহ।
এই রায়টি যেন আইনের পাশাপাশি মানবিকতারও জয়।
West Bengal: Supreme Court affirms SSC 2016 panel cancellation, impacting 25,752 jobs. Exception made for cancer patient Soma Das. Court cites recruitment irregularities, orders fresh hiring in 3 months. Refund with 12% interest directed for affected candidates