বাড়িতে নেই? নো টেনশন! আজ থেকেই অনলাইনে ভরুন SIR ফর্ম

Scammers Cash In Using ‘SIR’ Name and Bogus Documents
Scammers Cash In Using ‘SIR’ Name and Bogus Documents

কলকাতা: রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার সঙ্গে এবার যুক্ত হল অনলাইন সুবিধা। বৃহস্পতিবার সকাল থেকেই অনলাইনে এনুমারেশন ফর্ম ফিলআপের সুযোগ মিলছে, জানিয়েছে নির্বাচন কমিশন। ফলে যাঁরা কর্মসূত্রে বা অন্য কোনও কারণে বাড়ির বাইরে রয়েছেন, তাঁরাও এবার সহজেই অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন।

কোথায় মিলবে ফর্ম?

চিফ ইলেক্টোরাল অফিসারের সরকারি পোর্টালে লগইন করলেই পাওয়া যাবে অনলাইন এনুমারেশন ফর্ম। পাশাপাশি, কমিশনের ECINET অ্যাপ ডাউনলোড করেও করা যাবে এই কাজ। এই দুই মাধ্যমেই ভোটাররা সরাসরি ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন।

   

দেরি কেন হল? Online Voter Enumeration Form

৪ নভেম্বর থেকেই সারা রাজ্যে জোর কদমে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ৮০ হাজারেরও বেশি বুথ লেভেল অফিসার (BLO) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে ফর্ম তুলে দিচ্ছেন এবং পূরণে সাহায্য করছেন। তবে শুরুতে অনলাইন ফর্ম ফিলআপ চালু করা যায়নি প্রযুক্তিগত সমস্যার কারণে। কমিশনের দাবি, ব্যাকএন্ডে কিছু ত্রুটি থাকায় তখন সেটি চালু করা সম্ভব হয়নি।

নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, সমস্যার সমাধান হলেই অনলাইন পরিষেবা শুরু করা হবে— এবং বৃহস্পতিবার থেকেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হল।

কারা করতে পারবেন ফিলআপ?

কমিশনের এক আধিকারিক জানান, “যাঁদের ফিজিক্যাল ফর্ম হাতে পাননি, তাঁরা অনলাইনে ফর্ম ডাউনলোড করে পূরণ করে আপলোড করতে পারবেন। এতে ফিজিক্যাল ফর্ম জমা দেওয়ার প্রয়োজন থাকবে না।”

সাইটে সহজ ভাষায় ধাপে ধাপে দেওয়া রয়েছে নির্দেশিকা, যাতে সাধারণ ভোটাররাও অনায়াসে ফর্ম ফিলআপ করতে পারেন। ফলে রাজ্যের বাইরে বা কর্মসূত্রে অনুপস্থিত ভোটারদের ক্ষেত্রেও কোনও অসুবিধা হবে না বলেই কমিশনের আশা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন