CPIM: পঞ্চায়েত ভোট সংঘর্ষ নিয়ে সেলিমের তোপ ‘রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের এজেন্ট’

পঞ্চায়েত ভোটের রক্তাক্ত পরিস্থিতি নিয়ে রাজ্যপালের ভূমিকাকে কটাক্ষ করলেন সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেছেন রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের এজেন্ট। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী…

MD Salim

পঞ্চায়েত ভোটের রক্তাক্ত পরিস্থিতি নিয়ে রাজ্যপালের ভূমিকাকে কটাক্ষ করলেন সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেছেন রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের এজেন্ট।

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নামানো ইস্যুতে সুপ্রিম কোর্টের নির্দেশ কী হবে তা নিয়ে রাজনৈতিক মহল সরগরম। হাইকোর্টের নির্দেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার।

   

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সুপ্রিয় শুনানির আগে সিপিআইএম রাজ্য সম্পাদকের ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক মহল সরগরম। মহম্মদ সেলিম সরাসরি রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে কটাক্ষ করেছে।

সেলিম লিখেছেন, “আসলে রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসাবে কাজ করছে। এই সব মিথ্যা নাটক করে কোন লাভ নেই। মানুষ গ্রামে গ্রামে লড়ছেন এবং লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছেন।’’

সেলিম প্রশ্ন তুলেছেন সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রী, নির্বাচন কমিশনার রাজ্যপাল নিযুক্ত করেন।তাহলে তিনি কেন এই হিংসার বিষয়ে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব বা স্বরাষ্ট্র সচিবকে তলব করছেন না?