চারদিনের ছুটিতে কোচ রাজার দেশে

On a four-day vacation to Koch Raja's country
On a four-day vacation to Koch Raja's country

News Desk: শীতের এক লম্বা ছুটি পেলে অনেকেই চলে যান দার্জিলিং কিংবা গ্যাংটক। কিন্তু এমন অনেকেই আছে যারা বেশিদিনের ছুটি পায়না। তাঁরা হয়তো ভাবেন উত্তরবঙ্গ ঘোরা হলোনা। কিন্তু ব্যাপারটা এমন নয়। খুব বেশিদিনের না হলেও হাতে তিনচার দিনের ছুটি থাকলেই ঘুরে আসা যাবে উত্তরবঙ্গের কোচবিহার।

কোচবিহারের মূল আকর্ষণ রাজবাড়ি। এখন কোনো রাজা নেই তবে নিজের গরিমা বজায় রেখেছে ১৮৮৭ সালে নির্মিত এই প্রাসাদ। মহারাজা নৃপেন্দ্রনারায়ণের আমলে‌ এই রাজবাড়ি তৈরি হয়েছিল।‌

   

এখানে রয়েছে রাজা নৃপেন্দ্রনারায়ণের আমলেই তৈরি মদনমোহন মন্দির। এই মন্দিরের থেকেও পুরনো এক মন্দির রয়েছে বানেশ্বর মন্দির। রসিকবল নামের ছোটো চিড়িয়াখানা যা শীত আসলে পরিযায়ী পাখিদের ঠিকানা হয়ে ওঠে। এককথায়, অল্প কয়েকদিনের ছুটি পেলেই আপনার শীত জমজমাট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন