News Desk: দিন যত এগোচ্ছে ততই বেড়ে চলেছে ওমিক্রন উদ্বেগ। এই পরিস্থিতিতে রাজ্যে জারি হতে পারে কড়া বিধিনিষেধ। বুধবার গঙ্গাসাগরের প্রশাসনিক বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে ইতিমধ্যেই ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। এই পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছে রাজ্য সরকার। ফলে আগামী দিনে ওমিক্রনের সংক্রমণ রুখতে রাজ্যে ফের লকডাউন হতে পারে। জারি হবে কড়া বিধিনিষেধ। এমনকি বন্ধ করা হবে স্কুল কলেজ ও লোকাল ট্রেন।
বাইরে থেকে যারা রাজ্যে ঢুকছে তাদের থেকে ওমিক্রন ছড়াতে পারে। তাই বিমানবন্দরের ক্ষেত্রেও কিছু নির্দেশিকা জারি করা হতে পারে। পাশাপাশি, যেসকল এলাকায় সংক্রমণ বেশী সেখানে কনটেনমেন্ট জোন ঘোষণা করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।