কাশ্মীর কি এখন নিরাপদ? কলকাতা থেকে বাঙালি পর্যটকদের যা বললেন ওমর আবদুল্লা

কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে রক্তাক্ত জঙ্গি হামলার ঠিক পরেই পর্যটনে ভাটা পড়েছিল উপত্যকায়। বুক কাঁপানো সেই ঘটনার পর এবার বাংলার পর্যটকদের মন জোগাতে কলকাতায় এলেন জম্মু…

Omar Abdullah Kashmir Tourism

কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে রক্তাক্ত জঙ্গি হামলার ঠিক পরেই পর্যটনে ভাটা পড়েছিল উপত্যকায়। বুক কাঁপানো সেই ঘটনার পর এবার বাংলার পর্যটকদের মন জোগাতে কলকাতায় এলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁর স্পষ্ট বার্তা, “কাশ্মীর এখন আর ফাঁকা নয়। পর্যটকদের জন্য আমরা সবরকম নিরাপত্তার ব্যবস্থা করেছি।”

বৃহস্পতিবার কলকাতায় এসে ওমর জানান, কাশ্মীর আবারও সাজছে পর্যটকদের জন্য। আতঙ্ক নয়, এবার আস্থা ফিরিয়ে আনার সময়।

   

‘হামলার আগের ভিড়, এখন ফেরাতে চাই’

পহেলগাঁও হামলার পরে রাতারাতি বদলে গিয়েছিল কাশ্মীরের চিত্র। ওমন বলেন, “ফুল হোটেল খালি হয়ে গিয়েছিল, ডাল লেকও নিস্তব্ধ। হামলার আগে যেখানে দিনে ৫০টি বিমান নামত, সেটা কমে হয়েছিল মাত্র ১৫। এখন আবার ২০-২৫-এ উঠেছে। কলকাতা থেকেও সরাসরি উড়ান ফের চালু হয়েছে৷” 

 ‘ভয় কাটান, কাশ্মীর ফিরছে নিজের ছন্দে’ Omar Abdullah Kashmir Tourism

পর্যটকদের আশ্বস্ত করে ওমরের বার্তা, “আমি বুঝি, এখনও কিছুটা আতঙ্ক রয়ে গিয়েছে। কিন্তু এবার অমরনাথ যাত্রায় লক্ষাধিক মানুষ গিয়েছেন, তাঁরা কি নিজেদের নিরাপদ ভাবেননি?” পাশাপাশি তিনি জানান, পহেলগাঁওয়ে পর্যটন চালু হলেও কিছু নির্দিষ্ট এলাকা নিরাপত্তার কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে।

Advertisements

জবাব দিয়েছে ভারত, এবার উপত্যকা চাইছে ভরসা

২২ এপ্রিলের হামলায় প্রাণ হারান ২৫ জন পর্যটক ও এক স্থানীয়। এরপরই গোটা দেশে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ ছড়ায়। ভারত ৭ মে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পিওকে-র ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়।

“আমরা দোষীদের চিহ্নিত করছি, কড়া পদক্ষেপ নিচ্ছি। কাশ্মীর সুরক্ষিত, ঘুরে যান। আমি কলকাতায় এসেছি, সেই আস্থার বার্তা দিতেই,” বললেন ওমর।