শুক্রবার বিধাননগর পুরনিগমে শপথ গ্রহণ

চার পুরনিগমের ভোটে বিপুল হারে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই চার জায়গাতেই মেয়রের নাম ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার বিধাননগর পুরনিগমে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।…

চার পুরনিগমের ভোটে বিপুল হারে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই চার জায়গাতেই মেয়রের নাম ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার বিধাননগর পুরনিগমে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। উপস্থিত থাকবেন শাসক দলের একাধিক নেতারা।

শুক্রবার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সৌগত রায়, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং কাকলি ঘোষ দস্তিদারের মত নেতৃত্বরা। দুপুর ২ টো থেকে অনুষ্ঠান শুরু হবে।

   

গত ১২ ফেব্রুয়ারি শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল, চন্দননগর পুরনিগমে পুরনির্বাচন হয়। শিলিগুড়িতে প্রথমবার পুরবোর্ড গঠন করল তৃণমূল।‌ বিরোধী দলগুলি একেবারেই ধরাশায়ী হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি ভোট গণনার দিন শিলিগুড়িতে গৌতম দেবকে মেয়র করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধাননগর পুরসভায় মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন কৃষ্ণা চক্রবর্তী। সব্যসাচী দত্ত বিধাননগরের পুরভোটে জয়লাভ করার পর থেকেই তাঁর মেয়র হওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে জল্পনার অবসান ঘটিয়ে কৃষ্ণাকেই মেয়র হিসেবে বেছে নেন তৃণমূল সুপ্রিমো।

আগামী ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় রাজ্যের ১০৮ পুরসভায় ভোট রয়েছে। ফল প্রকাশ হবে আগামী ২ মার্চ।