বেঙ্গালুরু নার্সিং পড়তে যাওয়াই কাল হল! হস্টেল থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার

তিল তিল করে টাকা জমিয়ে বাড়ির মেয়েকে বেঙ্গালুরুতে নার্সিং (Nursing Student Death) পড়তে পাঠিয়েছিলেন। স্বপ্ন ছিল, মেয়ে নার্স হয়ে সংসারে হাল ধরবে। অভাবে ঘুচে সংসারে…

বেঙ্গালুরু নার্সিং পড়তে যাওয়াই কাল হল! হস্টেল থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার

তিল তিল করে টাকা জমিয়ে বাড়ির মেয়েকে বেঙ্গালুরুতে নার্সিং (Nursing Student Death) পড়তে পাঠিয়েছিলেন। স্বপ্ন ছিল, মেয়ে নার্স হয়ে সংসারে হাল ধরবে। অভাবে ঘুচে সংসারে সুখ আসবে। কিন্তু মেয়েকে বেঙ্গালুরুতে পাঠানোটাই যে কাল হবে তা বুঝতে পারেননি র্গাপুরের কাঁকসা উত্তরপাড়ার পরিবারের সদস্যরা।

কাঁকসা থেকে বেঙ্গালুরুতে নার্সিং পড়তে গিয়েছিলেন দিয়া মণ্ডল। রান্নার কাজ করে মেয়ের পড়াশোনার খরচ জোগাতেন বাবা। শনিবার বেঙ্গালুরুতে হস্টেলের ঘর থেকে দিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হল। কিন্তু মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। আত্মহত্যা নাকি খুন, তা নিয়ে দানা বাঁধছে রহস্য।

   

বেঙ্গালুরুর নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী দিয়া। বয়স ২০ বছর। কাঁকসার গোপালপুরের সত্যনারায়ণ পল্লীর বাসিন্দা দিয়া বছর দুয়েক মাদার টেরেসা গ্রুপ অফ ইন্সটিটিউশনে নার্সিং পড়তে গিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় দিয়ার এক সহপাঠী কাঁকসার বাড়িতে ফোন করে দিয়ার মৃত্যু খবর জানান।

সীমান্তজুড়ে রমরমিয়ে চলছে বেআইনি পাচার! ‘অভিযুক্ত’ মোদীর মন্ত্রী শান্তনু ঠাকুর

Advertisements

এক মাত্র মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছেন দেবাশিস মণ্ডল। এদিকে মৃত্যুর খবর পাওয়ার কিছুক্ষণ আগেই, দিয়ার সঙ্গে তাঁর মায়ের ফোনে কথা হয় ৷ তাঁর বক্তব্য, দিয়ার সঙ্গে ফোনে কথা বলার সময় কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করেননি তিনি। কীভাবে এই ঘটনা ঘটল বুঝে উঠতে পারছে না পরিবার।

এদিকে এই ঘটনায় পূর্ব বর্ধমানের আউশগ্রামের বাসিন্দা এক তরুণের নাম উঠে আসছে। ওই তরুণ দিয়ার সহপাঠী ছিলেন। তিনিও বেঙ্গালুরুর কলেজে পড়তেন। দিয়ার পরিবার সূত্রে খবর, সেমেস্টার ফি জমা দেওয়া নিয়ে রাহুল দিয়ার ওপর চাপ তৈরি করত। ফি জমা না দিলে পরীক্ষায় বসা যাবে না একথাও বলত।

১০ জুলাই উপনির্বাচন, কোথায় এগিয়ে কে? দেখুন লোকসভা ভোটের নিরিখে ৪ বিধানসভার ফল