Nupur Sharma: হজরত মহম্মদকে কটুক্তির জের, থমথমে উলুবেড়িয়ায় ধংসের ছবি

হিন্দুত্ববাদী নেত্রী (Nupur Sharma) নূপুর শর্মা টিভি চ্যানেলে হজরত মহম্মদকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। দেশজুড়ে প্রতিবাদের নামে বিক্ষিপ্ত হিংসাত্মক ঘটনা ঘটেছে।…

হিন্দুত্ববাদী নেত্রী (Nupur Sharma) নূপুর শর্মা টিভি চ্যানেলে হজরত মহম্মদকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। দেশজুড়ে প্রতিবাদের নামে বিক্ষিপ্ত হিংসাত্মক ঘটনা ঘটেছে। পরিস্থিতি থমথমে হাওড়ার বিভিন্ন এলাকায়।

প্রশাসনিক নির্দেশে বন্ধ ইন্টারনেট। গুজব ও বিদ্বেষমূলক মন্তব্য, ছবির প্রচার ঠেকাতে মরিয়া প্রশাসন। টানা ৪৮ ঘণ্টা উত্তপ্ত ছিল হাওড়ার একাংশ। শনিবার সকালে ভাঙাচোরা, পোড়া গাড়ির সারির মাঝে উলুবেড়িয়া থমথমে।

After hate comment on Prophet Muhammad

শুক্রবার উলুবেড়িয়া, পাঁচলায় পুলিশ আক্রান্ত হয় শুক্রবার। জারি আছে ১৪৪ ধারা। শনিবার যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায় তার জন্য সতর্ক প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, হজরত মহম্মদকে নিয়ে কটুক্তি চরম নিন্দনীয়। কিন্তু প্রতিবাদের নামে হিংসাত্মক পরিস্থিতি বরদাস্ত করা হবে না।

Curfew issued in Uluberia sub-division

তবে মুখ্যমন্ত্রীর অনুরোধ কাজে আসেনি। হাওড়ার বিস্তিরিত এলাকায় হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়। অবরোধের জেরে হাওড়া থেকে জাতীয় সড়ক ও রেল যোগাযোগ স্তব্ধ হয়ে যায়। হাওড়া-খড়্গপুর দক্ষিণপূর্ব শাখার একাধিক লোকাল ও দূরপাল্লার এক্সপ্রেস বাতিল। শনিবার রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।