হজরত মহম্মদকে কটুক্তি করে তীব্র বিতর্কের আগুন জ্বেলেছেন হিন্দুত্ববাদী নেত্রী (Nupur Sharma) নূপুর শর্মা। সারা দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। তার আঁচ অগ্নিগর্ভ হাওড়া। কলকাতার একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। এরই মাঝে বাংলাদেশ উপহাইকমিশন অফিসের সামনে পুলিশের গুলিতে মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে।রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যে শান্তি শৃঙ্খলা ফেরাতে সরকারের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছ তা জানাতে হবে। রাজ্যপালের বক্তব্য, ১১ ঘন্টা ধরে বিক্ষোভের পর মনে হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকার কোনও পদক্ষেপ নেবে। কিন্তু তা হয়নি। রাজ্যের ইমাম অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
নূপুর শর্মা, নবীন কুমার জিন্দালের মন্তব্যকে কেন্দ্র করে দেশ তথা রাজ্যজুড়ে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার কোনা এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ করে ১১ ঘন্টার বিক্ষোভ চলে। চরম হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। শুক্রবারেও দেশ জুড়ে বিক্ষোভ চলছে।
হাওড়ার পরিস্থিতি অগ্নিগর্ভ। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। বোমা পড়ছে। চলছে ধরপাকড়।