হাওড়ার বিক্ষোভে আল কায়েদা যোগ নিয়ে হাইকোর্টে মামলা

হিন্দুত্ববাদী নেত্রী তথা সাসপেন্ড হওয়া বিজেপি নেত্রী নূপুর শর্মা যেভাবে হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তার জেরে উত্তপ্ত পরিস্থিতি দেশে। বিক্ষোভের আগুন ছড়িয়েছে পশ্চিমবঙ্গে।…

Road blockade in Kolkata due to insulting Hazrat Mohammad

হিন্দুত্ববাদী নেত্রী তথা সাসপেন্ড হওয়া বিজেপি নেত্রী নূপুর শর্মা যেভাবে হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তার জেরে উত্তপ্ত পরিস্থিতি দেশে। বিক্ষোভের আগুন ছড়িয়েছে পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবার হাওড়ায় জাতীয় সড়কে কি আল কায়দার যোগ রয়েছে প্রশ্ন তুলে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

আল কায়েদার চিঠি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে আবেদন জানান আইনজীবী দেবদত্ত মাঝি। তাঁর অভিযোগ, এই ঘটনায় বিদেশী মদত রয়েছে। তাই এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন। আদালতের কাছে একাধিক নথি জমা দেন তিনি। মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। শীঘ্রই এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে।

পুলিশ সূত্রে খবর, বিশৃঙ্খলা এড়াতে হাওড়া সিটি পুলিশ এলাকার সমস্ত থানার অধীনে থাকা জাতীয় সড়কে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামী ১৫ জুন অবধি এই নিয়ম জারি থাকবে।

এদিকে শুক্রবারও অগ্নিগর্ভ পরিস্থিতি। হাওড়ায় উলুবেড়িয়া, সলপে অবরোধ। গরমে নাজেহাল যাত্রীরা। পুলিশ আক্রান্ত। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার।