তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের পর এবার বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী (Kalyan Banerjee)। মহুয়ার মতোই এবার তিনি সাংবাদিকদের আক্রমণ করলেন। এই নিয়ে একটি বিস্ফোরক ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করলেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)।
অমিত মালব্যর তরফে শেয়ার করা ভিডিওতে স্পষ্টতই দেখা যাচ্ছে কীভাবে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করলেন কল্যাণ। অমিত মালব্য লেখেন, ‘তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বাংলায় সাংবাদিককে গালিগালাজ করার পর এবার পালা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তিনি একজন দুর্মুখ সাংসদ। সাংবাদিকদের প্রতি তাঁর আচরণ খুবই খারাপ। বাংলায় সংবাদমাধ্যমের স্বাধীনতা এখন মরীচিকাইয় পরিণত হয়েছে রীতিমতো। তৃণমূলের কারও প্রতি সম্মান নেই!’
After TMC MP Mohua Moitra abused journalists in Bengal, it is now turn of Kalyan Banerjee, the foul mouthed MP, who mocked the VP, to hurl profanities on journalists, who were merely doing their job. Media freedom is a mirage in West Bengal.
TMC has no respect for anyone! pic.twitter.com/jM9lwZPRxi
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) March 27, 2024