কালীপুজোর রাতে ঠাকুর দেখতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে আহত যুবক, আতঙ্কে আলিপুরদুয়ারবাসী

Alipurduar Residents

কালীপুজোর রাতে ঠাকুর দেখতে গিয়ে দুষ্কৃতিদের হাতে গুলিবিদ্ধ হল এক যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ার জেলার বক্সার জঙ্গলের ডিমা ব্রিজ এলাকায়। আহত যুবকের নাম অনিশ দেব, তিনি আলিপুরদুয়ারের নিউ টাউন এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলিপুরদুয়ার থেকে চারজন যুবক ও যুবতী কালীপুজোর ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। রাতে পুজো দেখে ফেরার পথে, ডিমা ব্রিজের কাছে তাদের বাইক আটকায় কয়েকজন দুষ্কৃতী। দুষ্কৃতিরা তাদের পথ রোধ করে মোবাইল ফোন ও বাইক ছিনতাইয়ের চেষ্টা করে। প্রতিবাদ করলে দুষ্কৃতিরা অনিশ দেবের পায়ে গুলি করে। আহত অবস্থায় চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করান।

   

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ যুবকের পায়ে এখনও গুলি রয়েছে, এবং আজ দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হবে। অনিশের চিকিৎসা চলছে, তবে এই ঘটনার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আলিপুরদুয়ার জুড়ে।

পুলিশও ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে। কালচিনি থানার ওসি গৌরব হাঁসদা জানিয়েছেন, “কালীপুজোর রাতে চারজন বন্ধু ডিমা ব্রিজের সামনে ঠাকুর দেখে ফিরছিল। সে সময় কিছু দুষ্কৃতী তাদের ভয় দেখিয়ে মোবাইল ও বাইক ছিনতাইয়ের চেষ্টা করে। প্রতিবাদ করায়, অনিশ দেবের পায়ে গুলি চালায়। আহত যুবক বর্তমানে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা পুরো ঘটনার তদন্ত করছি এবং এ বিষয়ে অভিযোগ জমা নিতে নির্দেশ দিয়েছি। অভিযোগ জমা হলেই কেস রুজু করা হবে।”

এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারে। এমন কালীপুজোর রাতে ঠাকুর দেখতে গিয়ে দুষ্কৃতির হাতে গুলিবিদ্ধ হওয়ার মতো ঘটনা সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন