BJP: পাশে আছি বার্তা দিয়ে মমতাকে চিঠিতে কী লিখলেন বিজেপি রাজ্য সভাপতি?

ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ রাম মন্দির উদ্বোধনের দিন অর্থাৎ ২২ জানুায়ারি পূর্ণদিবস ছুটি ঘোষণার দাবি জানিয়ে মমতাকে চিঠি…

ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ রাম মন্দির উদ্বোধনের দিন অর্থাৎ ২২ জানুায়ারি পূর্ণদিবস ছুটি ঘোষণার দাবি জানিয়ে মমতাকে চিঠি লিখেছিলেন তিনি৷ সেই রেশ কাটতে না কাটতেই নতুন একটি দাবি জানিয়ে ফের চিঠি মুখ্যমন্ত্রীকে৷

মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন৷ সেই চিঠিতে তাঁর জেলায় একটি সরকারি মেডিক্যাল কলেজ তৈরির দাবি জানিয়েছেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সাংসদ৷ এই চিঠি নিয়েই রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছ৷

   

মুখ্যমন্ত্রীকে চিঠিতে সুকান্ত মজুমদার লিখেছেন, ‘‘আমি বিশ্বস্ত সূত্রে অবগত হয়েছি যে আগামী ৩০ জানুয়ারি, ২০২৪ আপনি দক্ষিণ দিনাজপুর জেলায় আসছেন৷ বালুরঘাট লোকসভার সাংসদ হিসাবে আপনাকে এ জেলায় স্বাগত জানাই৷ উত্তরবঙ্গের অন্যতম কৃষি প্রধান এ জেলার বেশিরভাগ মানুষই অর্থনৈতিকভাবে দুর্বল ও নিম্নবিত্ত আয়ের। আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে এ জেলার বহু মানুষ সু-চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন না। ফলে অর্থাভাবে উপযুক্ত চিকিৎসার অভাবে মারা যান৷’’

তিনি আরও লেখেন, ‘‘মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সরকারি মেডিক্যাল কলেজ থাকলেও আজও দক্ষিণ দিনাজপুর জেলা সরকারি মেডিক্যাল কলেজ থেকে বঞ্চিত৷ ডায়াবেটিস, কিডনি ও স্নায়ুরোগের চিকিৎসক নেই বললেই চলে৷ এই পরিস্থিতিতে আপনার নিকট বিশেষভাবে দাবি জানাচ্ছি, আপনি এ জেলায় একটি সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনে উদ্যোগী হোন৷ জেলাবাসীর স্বার্থে আপনার এই কাজে আমি সর্বতোভাবে পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি৷ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও যে কোনও সাহায্যের জন্য আমি বিশেষভাবে দাবি জানাবো৷ আপনি উদ্যোগী হলে জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হবে এই আশা রাখি৷’’

সূত্রের খবর বালুরঘাটের সাংসদের লেখা চিঠির এখনও কোনো উত্তর দেননি মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের লেখা চিঠিকে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা৷