রবির ছুটির দিনে বঙ্গের আবহাওয়ার হালচাল

west-bengal-weather-update-16-november-cold-winds-temperature-drop

কলকাতা, ১৬ নভেম্বর: নভেম্বরের মাঝামাঝি এসে পশ্চিমবঙ্গে শীতের আমেজটা এবার স্পষ্ট হয়ে উঠছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আজ রবিবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয় অংশেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টি বা বজ্রবিদ্যুতের কোনো সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়া দাপট দেখাতে শুরু করেছে, যার ফলে তাপমাত্রা ক্রমশ নামছে।

Advertisements

সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদরা।দক্ষিণবঙ্গের কথা বললে, কলকাতাসহ সব জেলায় আজ আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, যা স্বাভাবিকের থেকে একটু নীচে। দিনের তাপমাত্রা উঠবে ২৮-২৯ ডিগ্রি পর্যন্ত।

   

“গত কয়েকদিনে পারদ প্রায় ৪-৫ ডিগ্রি নেমেছে। আজ সকালে অনেকে হালকা শীতের অনুভূতি পাবেন,” বলছেন আলিপুর আবহাওয়া দপ্তরের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে রাতের তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রিতে নেমে যেতে পারে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে সকালে ঘন কুয়াশার সম্ভাবনা। বাতাসে আর্দ্রতা ৬০-৮০ শতাংশ থাকবে, যা সকাল-সন্ধ্যায় অস্বস্তি বাড়াতে পারে।

Advertisements

কৃষকদের জন্য সুখবর—শুষ্ক আবহাওয়ায় আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ ভালোয় ভালোয় চলবে।উত্তরবঙ্গে ছবিটা একটু অন্যরকম, কিন্তু ভালোই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি—সব জেলায় শুষ্ক আবহাওয়া। পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৯-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দার্জিলিংয়ে আজ সকালে পারদ ১০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে, যা পর্যটকদের জন্য সুখবর—চা বাগানে হালকা শীতের মধ্যে ঘুরতে মজা লাগবে।

শিলিগুড়িতে সর্বোচ্চ ২৭-২৮ ডিগ্রি, সর্বনিম্ন ১৭-১৮ ডিগ্রি। সমতলে হালকা কুয়াশা থাকলেও দিনের বেলা রোদ ঝলমলাবে। অক্টোবর-নভেম্বরের শুরুতে যে ঘন ঘন বৃষ্টিতে উত্তরবঙ্গ ভুগছিল, তার ছিটেফোঁটাও এখন নেই। “পশ্চিমী ঝঞ্ঝা দূরে সরে গিয়েছে, উত্তুরে হাওয়া প্রবেশ করছে। ফলে তাপমাত্রা কমছে, বৃষ্টির সম্ভাবনা শূন্য,” জানিয়েছেন আবহাওয়া দপ্তরের উত্তরবঙ্গ শাখার আধিকারিকরা।