HomeWest BengalNorth BengalWeather: ভুটান পাহাড় থেকে হাতির মতো নামছে মেঘ, উত্তরে অতি বৃষ্টি সতর্কতা

Weather: ভুটান পাহাড় থেকে হাতির মতো নামছে মেঘ, উত্তরে অতি বৃষ্টি সতর্কতা

- Advertisement -

Weather: আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে অতি বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এছাড়াও চলতি সপ্তাহেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ বেশ কিছু জেলায়।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গোটা রাজ্য জুড়ে ধেয়ে আসছে বর্ষা। উত্তরবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ে ধস ও নিচু জায়গায় প্লাবনের আশঙ্কাও বহাল।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরো জানা গিয়েছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সহ কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।

   

চলতি সপ্তাহেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, বীরভূম জেলায়। অন্যদিকে মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া ও পূর্ব বর্ধমান এই চার জেলাতে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular