HomeWest BengalNorth Bengalপরীক্ষা পিছনোর দাবিতে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

পরীক্ষা পিছনোর দাবিতে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

- Advertisement -

 

পরীক্ষা পিছনোর দাবিতে এবার অশান্ত হয়ে উঠল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে পড়ুয়ারা পথ অবরোধ করে । এদিকে পড়ুয়াদের বিক্ষোভের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় । 

   

 

জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ আগামীকাল থেকে সেমিস্টারের পরীক্ষা। তার আগেই পরীক্ষা পিছোনোর দাবিতে অবরোধ বিক্ষোভে সামিল হয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । বিক্ষোভরত পড়ুয়াদের অভিযোগ , বিশ্ববিদ্যালয়ের বহু পড়ুয়া কোভিডে আক্রান্ত যার ফলে সমস্যায় পড়তে হতে পারে । অন্যান্য পড়ুয়াদেরও এই সমস্ত অভিযোগ নিয়ে পরীক্ষা পেছানোর দাবি নিয়ে পথ অবরোধে নামে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ।

 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ । পথ অবরোধের ফলে শিলিগুড়ি থেকে বাগডোগরা যাওয়ার প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয় , তবে পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। অবরোধের জন্য আটকে পড়ে একাধিক স্কুল বাস।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস আটকে যাওয়ায় বাচ্চারা কান্নাকাটি শুরু করে দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নিজেরাই অবরোধ তুলে নেয়।পড়ুয়ারা জানান বারবার বলা হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কথায় কর্নপাত করেন নি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular