Siliguri: নেপাল থেকে গোপনে শিলিগুড়ি এসে পাক নাগরিক ধৃত

অরক্ষিত নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকে ধরা পড়ল পাক নাগরিক। নেপালের কাঁকরভিটা হয়ে মেচিত্র নদীর সেতু পার করে দার্জিলিং জেনার শিলিগুড়ির (Siliguri) পানিট্যাঙ্কি চেকপোস্ট পার…

অরক্ষিত নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকে ধরা পড়ল পাক নাগরিক। নেপালের কাঁকরভিটা হয়ে মেচিত্র নদীর সেতু পার করে দার্জিলিং জেনার শিলিগুড়ির (Siliguri) পানিট্যাঙ্কি চেকপোস্ট পার করে দুই পাক নাগনিত। ভারতে ঢোকার পর তাদের গ্রেফতার করা হলো। ধৃতরা পাকিস্তানের করাচির বাসিন্দা বলে জানা গিয়েছে।

আরও পড়ুুন নেপালের খোলা সীমান্ত কেমন করে ব্যবহার করছে ভারত বিরোধী জঙ্গি সংগঠনগুলি: Fake Passport: হিন্দু সংখ্যাগুরু নেপাল ভারতের নিরাপত্তায় বড় বিপদ, ভুয়ো নথিতে লাগাতার অনুপ্রবেশ

ধৃত পাক নাগরিকরা কেন নেপাল থেকে বিনা ভিসায় অর্থাত ভারতে অনুপ্রবেশ করেছে এই প্রশ্ন তীব্র। এরা কি পাক গুপ্তচর? এই প্রশ্ন উঠছে। ধৃত পাক নাগরিকদের জেরা চলছে। চলতি বছর একই পথে নেপাল থেকে চিনা নাগরিক শিলিগুড়িতে ঢুকে ধরা পড়েছিল। এর আগেও চিনা নাগরিকরা ধরা পড়েছিল। 

ভারত ও নেপালের মধ্যে দ্বিপক্ষিক চুক্তি অনুসারে দুই দেশের নাগরিকদের মধ্যে অবাধ যাতায়াত আছে। তবে অন্য কোনও দেশের নাগরিক ভারত কিংবা নেপাল থেকে সেভাবে প্রবেশ করলে তাদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়। সম্প্রতি পাক নাগরিক সীমা হায়দর পাকিস্তান থেকে নেপালে এসে তার ভারতীয় প্রেমিককে বিয়ে করেন। পাক স্ত্রীকে নেপাল থেকে গোপনে ভারতে আনার পর সীমাকে নিয়ে বিতর্ক চরমে। প্রথমে পাক গুপ্তচর বলে সন্দেহ করা হলেও সীমার বিষয়ে পরে নিশ্চিত হয় ভারত সরকার। এই ইস্যুতে নেপাল থেকে ভারতে অবাধে অনুপ্রবেশ বিষয়টি তীব্র চর্চিত হয়।

ভারত ও চিনের মধ্যে থাকা নেপাল হিন্দু সংখ্যাগুরু দেশ। এ দেশের সাথে চিনের সীমান্ত সুরক্ষিত। তবে ভারতের সাথে আছে অসুরক্ষিত দীর্ঘ সীমান্ত। গোয়েন্দা বিভাগ জানিয়েছে, জঙ্গি সংগঠনগুলি অত্যন্ত সহজে নেপাল থেকে ভারতে ঢুকতে পারে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই তাদের অপারেশন চালায় নেপাল থেকে। নেপালকে ব্যবহার করে ভারতে ঢোকার আগে ২০১৮ সালে গ্রেফতার হয় জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সহ প্রতিষ্ঠাতা ইয়াসিন ভটকল। আইএম ছাড়াও হিজবুল মুজাহিদিন-সহ একাধিক জঙ্গি সংগঠনের নজরে রয়েছে এই সীমান্ত। সেক্ষেত্রে এই জাল পাসপোর্ট ব্যবহার করে ইতিমধ্যেই কেউ ফের ঢুকে পড়েছে কি না সে তথ্যতালাশ শুরু করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।