Coochbehar: পুলিশ বড় অপরাধীদের ভক্ত বলে বিতর্কে তৃণমূল বিধায়ক উদয়ন

Trinamool MLA Udayan Guha

এতদিন রাজ্যের পুলিশ প্রশাসনকে কটাক্ষ করত বিরোধীপক্ষ। এবার খোদ তৃণমূল কংগ্রেস বিধায়কের নিশানায় পুলিশ প্রশাসন। কোচবিহারের দিনহাটার বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha) তাঁর উপর হামলার ঘটনায় চার্জশিট দিতে না পারায় পুলিশকে আক্রমণ করলেন। তিনি বলেন, পুলিশ বড় অপরাধীদের ভক্ত, বাইক চালকদের যম।

Advertisements

গত বছর ভোটের ফল ঘোষণার পর রাজ্যের একাধিক জেলায় হিংসার ঘটনা ঘটে। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়েছিল দিনহাটা। গত বছর ৬ মে দিনহাটা পুরসভার চার নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন উদয়ন। অভিযোগ, সেখানেই ‘বয়েজ ক্লাব’-এর সামনে আক্রান্ত হন তিনি। তাঁর উপর হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। হাত ভাঙে উদয়নের। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে একজন বিজেপি নেতা।

Advertisements

পরে অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়েও যান। কিন্তু তৃণমূল বিধায়কের উপর হামলার এক বছর হতে চললেও পুলিশ এখনও ওই মামলায় চার্জশিট দিতে পারেনি। এই বিষয়ে ফেসবুক পোস্টে পুলিশের সমালোচনায় সরব তৃণমূল বিধায়ক।