Khejuri Blast: পঞ্চায়েত প্রধানের নির্দেশেই বাঁধা হয়েছিল বোমা, দাবি NIA-এর

খেজুরি বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর দাবি করল এবার এনআইএ (NIA)। বিশেষ আদালতের দাবি জানিয়েছে এই সংস্থা। এমনকি ঘটনার মূল অভিযুক্ত রতন প্রামানিককে গতকাল উড়িষ্যা থেকে গ্রেপ্তার…

খেজুরি বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর দাবি করল এবার এনআইএ (NIA)। বিশেষ আদালতের দাবি জানিয়েছে এই সংস্থা। এমনকি ঘটনার মূল অভিযুক্ত রতন প্রামানিককে গতকাল উড়িষ্যা থেকে গ্রেপ্তার করেছে এনআইএ। তাঁকে আজ আদালতে তোলা হয়। প্রসঙ্গত, ৩ জানুয়ারি ২০২২ সালের খেজুরির (Khejuri) জনকা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্যর বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে।

সেই ঘটনায় এনআইএ-কে তদন্তভার দেওয়া হয়েছিল। এই ঘটনায় ১ তৃণমূল কর্মীর মৃত্যু পর্যন্ত হয়। এনআইএর পক্ষ থেকে দাবি করা হয়েছে এই বিস্ফোরণকাণ্ডে নেপথ্যে রয়েছে পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত প্রধানের নির্দেশই বোমা বাধা হচ্ছিল খেজুরিতে। পঞ্চায়েত প্রধান সমরশংকর মন্ডলের সহযোগী ছিলেন অভিযুক্ত রতন প্রামানিক। বিস্ফোরণের সময় বেশ খানিকটা জখম হয়েছিলেন অভিযুক্ত। যার চিহ্ন এখনও তার শরীরে রয়েছে।

   

৬ মে পর্যন্ত অভিযুক্তকে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার আদালতে NIA এর তরফ থেকে চাঞ্চল্যকর দাবি করা হয়। বলা হয়, পঞ্চায়েত প্রধানের নির্দেশেই ঐদিন বোমা বাধা হয়েছিল। এই ঘটনার পর অভিযুক্ত রতন প্রামানিক উড়িষ্যায় পালিয়ে যান। তার ফোনের লোকেশন ট্র্যাক করেই তাকে গ্রেপ্তার করে এনআইএ।