জলপাইগুড়ি (Jalpaiguri) পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেগুন টারি এলাকার এক যুবকের মৃত্যু হয়েছে বাসের গাড়ির ধাক্কায়। শনিবার সকালে লাটাগুড়ি এলাকায় একটি বাসের সাথে চারচাকা গাড়ির সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। মৃত যুবকের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি, তবে তিনি বেগুন টারি এলাকার বাসিন্দা ছিলেন।
জানা গেছে, শনিবার সকালে লাটাগুড়ি সংলগ্ন শ্মশানের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বাসটি বিপরীত দিক থেকে আসা যুবকের গাড়িকে ধাক্কা দেয়। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার সময় ওই যুবক গাড়িতে একাই ছিলেন। সংঘর্ষের ফলে যুবকটি গুরুতর আহত হন এবং স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তবে, হাসপাতাল পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে গোটা বেগুন টারি এলাকার বাসিন্দারা হাসপাতালে ছুটে যান। যুবকের মৃতদেহ ফিরিয়ে আনা হলে, পুরো এলাকা শোকের ছায়ায় নিমজ্জিত হয়ে পড়ে। যুবকের মৃত্যুতে পরিবার ও বন্ধু-বান্ধবী সকলেই গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয় মানুষজন কান্নায় ভেঙে পড়েন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তারা ঘটনাটির সকল দিক খতিয়ে দেখছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালককে আটক করেছে। স্থানীয় মানুষের অভিযোগ, লাটাগুড়ি এলাকায় যানজট ও সড়ক দুর্ঘটনার সমস্যা দিন দিন বেড়ে চলেছে। নিরাপত্তাহীনতা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এলাকার অনেকেই অভিযোগ করেছেন যে, সরকার বা স্থানীয় প্রশাসন সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে নিচ্ছে না। তারা আশা করছেন, প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধ করা যায়। যুবকের অকাল মৃত্যু এলাকায় বড় ক্ষতির কারণ হয়েছে, যা দীর্ঘদিন ধরে মনে রাখা হবে।