মানবিক টোটো চালক, ফিরিয়ে দিলেন ব্যাগ ভর্তি টাকা

এক অটো চালকের সততা দেখে খুশি হল পুলিশ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। জানা গিয়েছে, হারিয়ে যাওয়া টাকা সহ জরুরী নথি ফিরে পেয়ে খুশি প্রকাশ করলেন সেই…

এক অটো চালকের সততা দেখে খুশি হল পুলিশ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। জানা গিয়েছে, হারিয়ে যাওয়া টাকা সহ জরুরী নথি ফিরে পেয়ে খুশি প্রকাশ করলেন সেই ব্যক্তি । জলপাইগুড়িতে টোটোতে এক যাত্রীর মানিব্যাগ পায় টোটো চালক । এরপর মানিব্যাগের মালিক কে খুঁজে না পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হন তিনি ।

Advertisements

 

   

এরপর ম্যানি ব্যাগে থাকা নথি দেখে ম্যানি ব্যাগের মালিককে খোঁজে কোতোয়ালি থানার পুলিশ । অবশেষে খুঁজে পাওয়া যায় মানি ব্যাগের মালিককে ৷ তার নাম কৌশিক দুবে। জলপাইগুড়ির বাসিন্দা ।

ড্রাইভিং লাইসেন্স , এটিএম কার্ড , জরুরী কাগজপত্র সহ টাকা ভর্তি মানিব্যাগ সঠিক মালিকের হাতে তুলে দিতে পেরে খুশি প্রকাশ করে টোটো চালক ও পুলিশ ।