Sunday, December 7, 2025
HomeWest BengalNorth BengalJalpaiguri: বিজেপি হারল, ধূপগুড়ি দখল করল তৃ়নমূল

Jalpaiguri: বিজেপি হারল, ধূপগুড়ি দখল করল তৃ়নমূল

- Advertisement -

বিধানসভায় ফের কমল বিরোধী দল বিজেপির বিধায়ক সংখ্যা। উত্তরবঙ্গকে নিজেদের শক্ত ঘাঁটি দাবি করা বিজেপি হারল জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধূপগুড়িতে। এই কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি। বিধায়কের প্রয়াণে হয় উপনির্বাচন। তিন নম্বরেই থাকল বাম। তবে তাদের ভোট বেড়েছে।

ধূপগুড়িতে জয়ের পর রক্তচাপ কমল শিলিগুড়ির মেয়র তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। কারণ, গণনার প্রতি মুহূর্তে চলছিল তৃ়নমূল ও বিজেপির। সাপ লুডো খেলার মতো দুই শিবিরের এগনো পিছনো চলছিল। শেষে জয়ী হলেন তৃ়নমূলের নির্মলচন্দ্র রায়। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। তিনি হারলেন প্রায় চার হাজারের বেশি ভোটে।

   

পরাজয়ের পর কাঁদো কাঁদো হয়ে বেরিয়ে যান বিজেপির প্রার্থী তাপসী রায়। আর ভোটের দিন দুয়েক আগে তৃ়নমূল ছেড়ে বিজেপিতে আসা প্রাক্তন বিধায়ক মিতালি রায় ছিলেন প্রবল আত্মবিশ্বাসী। তিনি বলেন, শেষ মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ধূপগুড়িকে মহকুমা করার কথা বলেন তাতেই তৃ়নমূল বেরিয়ে গেল। তাৎপর্যপূর্ণ, ওই ঘোষণার সময় অ়ভিষেকের সাথে মঞ্চেই ছিলেন মিতালি রায়। তার পরেই তিনি বিজেপিতে যোগ দেন।

উত্তরবঙ্গের ধূপগুড়ি উপনির্বাচন ফলাফল বলে দিল মতুয়া ও রাজবংশী ভোটে বিজেপির ভোটে ধাক্কা লেগেছে। এরকম হতে চলেছে তা জেলা বিজেপি নেতারা সাংগঠনিক স্তরে রিপোর্ট দিয়েছিলেন। তবে গণনার সময় ছিল দু তরফের টানটান উত্তেজনা। বিজেপি শুরুতে়ই এগিয়ে যায়। পোস্টাল ভোটে তৃণমূলের ঘাড়ে কামড় দেয় বাম। আর ইভিএম গণনায় বিজেপি প্রথম দিকে এগিয়ে থাকে। পরে তৃ়নমূল সেই ব্যবধান মিটিয়ে নেয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular