দলত্যাগের পথে কি আরও এক কদম এগিয়ে গেলেন উত্তরবঙ্গের হেভিওয়েট তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এমনই আলোচনা তীব্র। এমন আলোচনার কারণ, তিনি এবার রাজ্যসভার ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দিলেন খোদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই। পঞ্চায়েত ভোটে দলেরই উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়ালের বিরুদ্ধে লাগামহীন সন্ত্রাসের অভিযোগ এনেছেন করিম চৌধুরী।
সাংবাদিক সম্মেলনে, ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী বলেন,সন্ত্রাস বন্ধ না করলে রাজ্যসভার ভোট বয়কট করব। তিনি অভিযোগ করেছেন, টিএমসি জেলা সভাপতি পুরো উত্তর দিনাজপুর জেলা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে। এই সন্ত্রাস বন্ধ হওয়া দরকার।
পঞ্চায়েত ভোটের আগেই নিজেকে বিদ্রোহী বলে ঘোষণা করেন ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরে নবজোয়ার কর্মসূচি থেকে দূরে ছিলেন তিনি। পরে নিজের অনুগামীদের নির্দল হিসেবে ভোটে দাঁড় করান।করিম চৌধুরীকে কি শাস্তি দেবে তৃণমূল?
রাজনৈতিক মহলে আলোচনা, করিম চৌধুরীর সাথে টিএমসি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব বেড়েই চলেছে। অভিষেকের নেতৃত্ব মেনে নিতে পারছেন না করিম চৌধুরী। তিনি কি পুনরায় কংগ্রেসে ফিরবেন উঠছে এই প্রশ্ন।
রাজ্যসভার ভোটে করিম চৌধুরীর ভোট বয়কট হুঁশিয়ারি অন্যান্য বিদ্রোহী বিধায়কদের মধ্যেও ছড়ানোর আশঙ্কা করছে তৃনমূল কংগ্রেস। ভরতপুরের টিএমসি বিধায়ক হুমায়ূন কবীরের নেতৃত্বে মুর্শিদাবাদের বেশ কয়েকজন বিধায়ক বিদ্রোহী হন। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা ও হুগলির বলাগড় থেকে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি বিদ্রোহী তালিকায় নাম লিখিয়েছেন।