মালদার মানিকচকে TMC-Cong সংঘর্ষ, বোমার আঘাতে তৃণমূল কর্মী মৃত

ফের ভোটের বলি। ফের মৃত্যু। এবার ঘটনাস্থল মালদার মানিকচক। আজ সকাল থেকে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫। (সকাল ৮;৩০)।জানা গিয়েছে, মালদার…

central force panchayat মালদার মানিকচকে TMC-Cong সংঘর্ষ, বোমার আঘাতে তৃণমূল কর্মী মৃত

ফের ভোটের বলি। ফের মৃত্যু। এবার ঘটনাস্থল মালদার মানিকচক। আজ সকাল থেকে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫। (সকাল ৮;৩০)।জানা গিয়েছে, মালদার মানিকচকে ভোট শুরু হয়। এরপর ভোট শুরু হওয়ার কিছুখণের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে কংগ্রেস এবং তৃণমূলের সমর্থকরা। শুরু হয় ব্যাপক বোমাবাজি। সঙ্গে চলে গুলিও।

ঘটনায় মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী শেখ মালেকের। তিনি একাকার অঞ্চল সভাপতি। জানা গিয়েছে তাকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়েছে এলাকায়। রীতিমত উত্তপ্ত পরিস্থিতি।

   

ভোটের আগে থেকে মালদা বারবার গরম। একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভোটের দিনও মালদায় ভয়াবহ পরিস্থিতি। ভোট রুখতে হিংসা নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপালে। সন্ত্রাসমুক্ত পঞ্চায়েত ভোট করতে হবে, ভোটাধিকার যেন সুরক্ষিত থাকে এমন বার্তা প্রশাসনকে দেন তিনি। তাঁর আবেদন অকার্যকর বলেই প্রমাণ হয়েছে ভোটের সকালে।

ভোটের আগে থেকে বারবার রক্তাক্ত হয়েছে উত্তরবঙ্গের কোচবিহার। ভোটের দিন সকাল থেকেই রক্তাক্ত ভোটপর্ব। সংঘর্ষ কবলিত কোচবিহা ঘুরে গেছিলেন রাজ্যপাল। তিনি ফিরে যাওয়ার পর আরও রাজনৈতিক সংঘর্ষ ছড়ায়। গুলিবিদ্ধ ও নিহতের ঘটনায় উত্তরবঙ্গে কোচবিহার বারবার রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। কোচবিহারে রাজনৈতিক সংঘর্ষ চরমে। এই জেলায় শাসক তৃ়নমূল বনাম বিরোধী বিজেপির সংঘর্ষে রক্তাক্ত পরিস্থিতি। দুই শিবিরের দুই মন্ত্রীর পরস্পরের প্রতি হুঁশিয়ারি চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের এলাকা ভেটাগুড়িতে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হুঁশিয়ারি, পায়ে দড়ি বেঁধে ছ্যাচরাতে ছ্যাঁচরাতে নিয়ে যাবে।’ এর পরেই নতুন করে সংঘর্ষ শুরু কোচবিহারে।

পঞ্চায়েত ভোটে শাসকদল তৃণমূল কংগ্রেসের সাথে মূল লড়াই কার? রাজনৈতিক মহলে এই আলোচনা তীব্র। বিশ্লেষকরা বলছেন, গত পঞ্চায়েত ভোটের সাথে এবারের ভোটের তুলনা করলে দেখা যাচ্ছে বিধানসভায় প্রধান বিরোধী দল বিজেপি কয়েকটি পকেট এলাকা ছাড়া গোটা রাজ্যে সাংগঠনিক দূর্বলতায় ভূগছে।

<

p style=”text-align: justify;”>