উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের(North Bengal University) সামনে পথ অবরোধে সামিল পড়ুয়ারা। আগামিকাল থেকেই সেমিস্টারের পরীক্ষা, তার আগেই পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার দাবিতে অবরোধ বিক্ষোভে সামিল হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বিক্ষোভের জেরে যানজটের মুখে সাধারণ মানুষ।
বিক্ষোভে সামিল পড়ুয়াদের অভিযোগ,’বিশ্ববিদ্যালয়ের বহু পড়ুয়া কোভিড আক্রান্ত যার ফলে সমস্যায় পড়তে হতে পারে বাকি পড়ুয়াদের’। অন্যান্য পড়ুয়াদেরও একাধিক অভিযোগ নিয়ে পরীক্ষা পিছানোর দাবি নিয়ে পথ অবরোধে নামে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। পড়ুয়ারা জানান, বারবার বলা হলেও তাদের কথায় কর্ণপাত করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।তাই তারা অবরোধ শুরু করেছেন। যদি তাদের কথা শোনা হত তাহলে তাদের অবরোধ করতেই হত না বলে জানিয়েছেন ওই পড়ুয়ারা।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। পথ অবরোধের ফলে শিলিগুড়ি থেকে বাগডোগরা যাওয়ার প্রধান সড়কে যানজট হয়, তবে পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় অবরোধকারী পড়ুয়ারা।
অবরোধের জেরে যানজটের পরিস্থিতি তৈরি হয়। এর জন্য রাস্তা আটকে যায় বেশকিছু স্কুল বাস। গরমের মধ্যে বাস আটকে যাওয়ায় বাচ্চারা কান্নাকাটি শুরু করে দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নিজেরাই অবরোধ তুলে নেয়।


