নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আদালতে লড়াই করে হকের চাকরি আদায় করেছিলেন (Babita Sarkar) ববিতা সরকার। (SSC Scam) ভুয়ো চাকরি করা প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা অঙ্কিতার চাকরি চলে গেছে। সেই শূন্য পদে এখন ববিতা শিক্ষিকা হিসেবে কর্মরত। তবে নম্বরে গরমিল থাকায় তিনি বিপাকে পড়েছেন। হকের চাকরি চলে যেতে পারে। কোচবিহারের মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস স্কুলে কর্মরত ববিতা সরকার।
নম্বর নিয়ে গরমিলের অভিযোগ মেনে নিয়েছেন ববিতা সরকার। আদালতের নির্দেশে । তিনি জানান, এসএসসি অ্যাকাডেমিক স্কোরে ২ নম্বর বেশি দিয়েছে। এই নম্বর বাদ গেলে তাঁর চাকরি যে চলে যেতে পারে।
এসএসসি আগে নম্বর বিভাজন প্রকাশ করেনি বলেই এই বিপত্তি বলে জানান ববিতা। তিনি বলেন চাকরি পাওয়ার তিন মাস পর নম্বর বিভাজন প্রকাশ হয়েছে। আগে শুধু মেধাতালিকা বের করেছিল। ববিতা বলেন, তালিকার ভিত্তিতে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে মামলা করেছিলাম।
প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ও মেখলিগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার নিয়োগ ছিল বেআইনি। আদালতে সেটি প্রমাণ হয়। সেই চাকরি পান মামলাকারী ববিতা। এবার নম্বর বিভাজনে দেখা যাচ্ছে ববিতার থেকে অন্তত দুজন এগিয়ে আছেন। ফলে ববিতার চাকরি যাচ্ছেই বলে মনে করা হচ্ছে।
আদালতের নির্দেশ মেনে চলবেন বলে জানান ববিতা। তিনি বলেন, আইনজীবীকে জানিয়েছি। আমার লড়াই এসএসসিতে অন্যায় নিয়োগের বিরুদ্ধে।