দলের থেকে অপসারিত করা হয়েছিল আগেই। এবার আইনি ধাক্কা খেলেন প্রদীপ্তা চক্রবর্তী। উল্লেখ্য, দণ্ডিকাণ্ডের জেরে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) অপসারিত মহিলা তৃণমূল সভানেত্রীকে নোটিশ পাঠিয়েছে জেলা পুলিশ।
নোটিশে বলা হয়েছে, সাতদিনের মধ্যে বালুরঘাট থানায় হাজিরা দিতে হবে তাকে। নিজের কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে হবে। বিষয়টি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে অনুমান। বিষয়টি বিচারাধীন হওয়ায় বেশি কিছু বলতে চাননি জেলা পুলিশ সুপার রাহুল দে। এ বিষয়ে প্রদীপ্তা চক্রবর্তীর প্রতিক্রিয়া দেয়নি।
প্রসঙ্গত, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর ফের তৃণমূলে ফেরায় শাস্তিস্বরূপ বালুরঘাটের তিন আদিবাসী মহিলাকে দণ্ডি কাটানোর অভিযোগ উঠেছিল প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতে প্রতিবাদে সরব হন বিরোধীরা। তবে ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূলও। দলের পদ থেকে সরানো হয় তাকে।
দক্ষিণ দিনাজপুর সফরে এসে আদিবাসী মহিলাদের সঙ্গে দেখা করেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন। ফলস্বরূপ বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারপার্সন পদ থেকেও সরানো হয় প্রদীপ্তাকে। তাকে নোটিশ পাঠিয়ে থানায় তলব করা হয়।