Siliguri: অসহায় এবং আর্ত মানুষের পাশে সমাজসেবী বিকাশ ঘোষ

Social worker bikash Ghosh

এবারে শিশুদের দায়িত্ব নিতে এগিয়ে আসলেন সমাজসেবী হিসাবে পরিচিত শিলিগুড়ির (Siliguri) বিকাশ ঘোষ। যদিও এই সমাজসেবী নামটায় তার চরম আপত্তি। তিনি নিজে জানালেন, আমি চাই না কারো জন্য কিছু করে সেটার প্রচার করতে। ভগবান আমাকে দিয়েছেন তাই আমি দিতে পারছি। আমি নিজে চাই না কারো বিপদে পাশে দাড়িয়ে তার প্রচার করা হোক। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি কত গরীব এবং কত অসহায় মানুষ আছে এই পৃথিবীতে। আমি তাদের জন্য কিছুই করতে পারি না।

Advertisements

তিনি জানান, করোনা আবহে অসহায় মানুষের পাশে দাড়িয়ে হয়ত কিছু করতে পেরেছি আমি। আর কেউ যদি খেতে না পারে মনে হয় তার চাইতে এই দুনিয়ায় কষ্টের কিছু নেই। আমি যতদিন পারব মানুষের পাশে দাড়িয়ে তাদের সেবা করে যাব। আজকে সেইসব বাচ্চাদের পাশে আমি দাড়াতে চাই যারা মেধাবী অথচ অভাবের কারনে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারছে না। আমি ওদের খাতা বই এবং খাবার দিতে চাই। ওরাই তো আমাদের ভবিষ্যত। তাই ওদের সাথে থেকে আমি ওদের মতন হয়ে চলতে চাই।

   

বিকাশবাবু চাইছেন, আগামীদিনে যেসব দরিদ্র ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না অর্থের অভাবে তাদের পাশে দাড়াতে। যদি আমি তাই করতে পারি তবেই আমি ভাবব আমার জীবন সার্থক। আর আমার এই কাজে আমার সমস্ত পরিবারের মানুষ আমার পাশে আছে। সেকারনেই হয়ত আমি এতদুর আসতে পেরেছি জানালেন বিকাশ ঘোষ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements