Gautam Deb: সৌরভকে অপসারণ করে আচমকা এসজেডিএ চেয়ারম্যান মেয়র গৌতম দেব

শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির (এসজেডিএ) চেয়ারম্যান করা হল শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে (Gautam Deb)। এই নিয়ে দ্বিতীয় বার এই পদে বসানো হল তাকে। এদিনই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে গৌতম দেবকে চেয়ারম্যান করার কথা জানানো হয়।

Siliguri Mayor Gautam Deb

শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির (এসজেডিএ) চেয়ারম্যান করা হল শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে (Gautam Deb)। এই নিয়ে দ্বিতীয় বার এই পদে বসানো হল তাকে। এদিনই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে গৌতম দেবকে চেয়ারম্যান করার কথা জানানো হয়।

Advertisements

এর আগে এই পদে ছিলেন আলিপুরদুয়ারের (Alipurduar) প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী (Saurabh Chakraborty)। তাঁকে সরিয়ে গৌতম দেবকে চেয়ারম্যান করা হয়েছে। সৌরভকে ভাইস চেয়ারম্যান করা হচ্ছে বলে সূত্রের খবর। যদিও এই রদবদল কেন সেই প্রশ্নে তৃণমূল সূত্রে কোনও ইঙ্গিত মেলেনি।

বিজ্ঞাপন

গৌতম দেব এই পদে তাঁর নিয়োগের কথা স্বীকার করেছেন। ইতিমধ্যেই শিলিগুড়ির মেয়রের মত গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন গৌতম দেব। পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির (Siliguri Jalpaiguri Development Authority) মতো সংস্থারও চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করতে হবে তাকে। রাজ্য সরকার তার উপরে আস্থা রাখায় তিনি খুশি বলে জানিয়েছেন গৌতম বাবু।