Siliguri: সার্ভেতে গিয়ে হুমকির মুখে আশা কর্মীরা

প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভেতে গিয়ে হুমকির মুখে আশা কর্মীরা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে(Siliguri)। হুমকির মুখে পড়ে ক্ষোভের ফেটে পড়েছেন সার্ভেতে যাওয়া আশা কর্মীরা। ক্ষোভে মহকুমাশাসককে স্মারকলিপি…

প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভেতে গিয়ে হুমকির মুখে আশা কর্মীরা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে(Siliguri)। হুমকির মুখে পড়ে ক্ষোভের ফেটে পড়েছেন সার্ভেতে যাওয়া আশা কর্মীরা। ক্ষোভে মহকুমাশাসককে স্মারকলিপি দিলেন তারা।

Advertisements

মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতিন পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল করে মহকুমাশাসকের দফতরের সামনে যান পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দার্জিলিং জেলা কমিটির সদস্যরা। এরপর মহকুমাশাসককে একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

   

আশা কর্মীরা জানান, এতদিন তারা স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা দিয়ে আসছিলেন। তবে গত ১১ নভেম্বর সরকারের তরফে নির্দেশ আসে যে এবার থেকে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজও করতে হবে। সেইমতো প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভেও শুরু করেছিলেন তারা।

 কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে আসা নির্দেশ অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার করতে গিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয় তাদের। সার্ভে করতে গিয়ে হুমকির মুখে পড়তে হয় তাদের। এর ফলে ক্ষোভে ফেটে পড়েছেন তারা। তাই তারা আবেদন করেছেন অবিলম্বে যাতে এই সার্ভে বাতিল করতে হয়। কেন্দ্র সরকারের তরফ থেকে এই সার্ভে নির্দিষ্ট তুলে নেওয়া না হলে, এই সার্ভে বাতিল করা না হলে তারা চরম পদক্ষেপ নিতে বাধ্য হবেন, বলেও হুঁশিয়ারি দিয়েছেন আশা কর্মীরা।