TMC: মেঘালয়ে চালু হবে স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভান্ডার; ঘোষণা মমতার

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। আগামী বছরে পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি মেঘালয়ের নির্বাচনের দিকেও নজর তৃণমূলের(TMC)। কারণ, সেই রাজ্যে এখন বিরোধী আসনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাই…

mamata banerjee in bardhaman

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। আগামী বছরে পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি মেঘালয়ের নির্বাচনের দিকেও নজর তৃণমূলের(TMC)। কারণ, সেই রাজ্যে এখন বিরোধী আসনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাই ক্ষমতা দখলের সমূহ সম্ভাবনা দেখে মেঘালয় সফরে গিয়ে বড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 

মেঘালয়ের নির্বাচনের আগে জমি শক্ত করতে মেঘালয় সফরে গিয়ে তিনি বলেন,’পশ্চিমবঙ্গের উন্নয়ন অতুলনীয়। মেঘালয়েও আমরা সব উন্নয়নমূলক প্রকল্প চালু করব। স্বাস্থ্যসাথীতে বাংলার মানুষজনের খুব উপকার হয়েছে। এখানে ক্ষমতায় এলে চালু হবে স্বাস্থ্যসাথী। আপনারাও সহজে ভাল চিকিৎসা পরিষেবা পাবেন’।

   

একইসঙ্গে এদিন তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী দিনে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই উই কার্ড চালু করা হবে। প্রতিটি মহিলাকে হাজার টাকা করে দেওয়া হবে জানিয়েছেন তিনি। এখন থেকেই তাঁর রেজিস্ট্রেশন চালু করা হয়েছে। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোট এলে বিজেপি আসে টাকা ছড়াতে। কেন সারাবছর কোনও কাজ করে না? শুধু ভোটের সময়েই মনে পড়ে? সারাবছর মানুষের খোঁজ নেয়না বিজেপি। 

তিনি আরও বলেন,’আমি বলছি, বিজেপির ছড়ানো টাকা নেবেন না। ডবল ইঞ্জিন সরকার বললেও মেঘালয়কে কেন অবহেলা করছে কেন্দ্র? এখানে তো বিজেপির সহযোগীরাই সরকারে আছে। আমি বলছি, মেঘালয়ে পরিবর্তন আসন্ন, নতুন সূর্য উঠবে’।

উল্লেখ্য, মেঘালয় সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলংয়ে দেখা করেন মুকরো সীমান্তে নিহতদের পরিবারের সঙ্গে। অসম পুলিশের হাতে নিহত পাঁচ পরিবারের হাতে ৫ লক্ষ টাকা করে তুলে দেন তিনি। নিজের ভঙ্গিতে বোঝানোর চেষ্টা করলেন তিনি মেঘালয়ের মানুষের জন্য রয়েছেন। 

এদিন মমতার সঙ্গে শিলংয়ে উপস্থিত থাকতে দেখা গেল তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে। গুজরাত নির্বাচনের সময় একই অভিযোগে সাকেত গোখলেকে একাধিকবার গ্রেফতার করা হয়েছিল। সেই ইস্যুকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন,’নেতা হতে হলে, এরকমই হতে হবে। ধৈর্য থাকতে হবে, সহ্য করতে হবে’।

মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মেঘালয় গিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগছেন এবং পশ্চিমবঙ্গের সমান বিভিন্ন পরিষেবা দেওয়ার আশ্বাস বাণী দিচ্ছেন মেঘালয়বাসীকে, তাতে করে মেঘালয় নির্বাচনে যে তৃণমূল কোমর বেঁধে নামতে চলেছে তা ইতিমধ্যে সুস্পষ্ট হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চলতি মেঘালয় সফর ওই নির্বাচনের জন্য একটা মাস্টারস্ট্রোক বলে মনে করছেন রাজনৈতিকবিদরা।