HomeWest BengalNorth BengalCoochbehar: কোচবিহারে দুষ্কৃতি-পুলিশ গুলির লড়াই

Coochbehar: কোচবিহারে দুষ্কৃতি-পুলিশ গুলির লড়াই

- Advertisement -

কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে গিয়ে ছয় রাউন্ড গুলি চালাল পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Coochbehar) শীতলকুচি ব্লকের নগরনেপরা গ্রামে। অভিযোগ, ঘটনায় এক পুলিশ আধিকারিক জখম হয়েছে। 

গতকাল রাতে পুলিশের কাছে খবর আসে, নাল মিয়াঁ নামে এক কুখ্যাত দুষ্কৃতী বাড়ি ফিরেছে পরিবারের সঙ্গে দেখা করতে। নালের বিরুদ্ধে গোরু পাচার ও গুলি চালানো সহ একাধিক মামলা রয়েছে।

   

রাত সাড়ে ১০টায় শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নাল মিয়াঁর বাড়ি ঘেরাও করে। পুলিশ দরজায় ধাক্কা মারতেই নাল মিয়াঁ ও তার এক সঙ্গী বাড়ির পেছনে প্রাচীর টপকে বের হয়।

পুলিশের ঘেরাটপে রয়েছে বুঝতে পেরে এলেপাথাড়ি গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। শীতলকুচি থানার পুলিশও পাল্টা ছয় রাউন্ড গুলি চালায়।

রাতের অন্ধকারে নাল মিয়াঁ পালিয়ে যায়। পুলিশ তার স্ত্রী ও মেয়েকে আটক করে। রাত থেকেই নাল মিয়াঁর বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular