HomeWest BengalNorth BengalShootout at NJP: এনজেপি স্টেশনে ঢোকার আগেই ট্রেনে গুলি, নিহত যাত্রী

Shootout at NJP: এনজেপি স্টেশনে ঢোকার আগেই ট্রেনে গুলি, নিহত যাত্রী

- Advertisement -

কে চালিয়েছে গুলি, কে গুলি চালাল এমনই প্রশ্ন ঘুরছে কামাখ্যা-আনন্দবিহার এক্সপ্রেসের আতঙ্কিত যাত্রীদের মধ্যে। চলন্ত ট্রেনে গুলিবিদ্ধ এক যাত্রীর মৃত্যুতে প্রবল আতঙ্ক। এই ঘটনা ঘটেছে নিউজলপাইগুড়ি (NJP) স্টেশনের কাছে।

পরে ট্রেনটি NJP স্টেশনে ঢুকতে তদন্তে নামে রেল পুলিশ। গুলিবিদ্ধ নিহত যাত্রী যে কামরায় ছিলেন সেখানে সব যাত্রীদের জিজ্ঞাসাবাদ চলছে। তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা স্টেশন চত্ত্বরে।

   

জানা গেছে কোনও অসংরক্ষিত কামরায় গুলি চলেছে। কামরা বন্ধ করে চলছে তদন্ত। নিহত যাত্রীর পরিচয় জানতে চেষ্টা চলছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular