Advertisements

Jalpaiguri: চুপি চুপি আসে…রাত নামলে গরুমারায় ঘাড় মটকানোর ভয়

থমথমে পরিবেশ গোটা এলাকা জুড়ে চিতার আতঙ্ক, বন্ধ স্কুল। জলপাইগুড়ির (Jalpaiguri) মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল সংলগ্ন দক্ষিণ ধূপঝোড়া বদিরবাড়ি এলাকায় চিতাবাঘের আতঙ্ক। ওই এলাকায় চা বাগানের পাশেই রয়েছে বদিরবাড়ি এস পি প্রাথমিক বিদ্যালয়। চিতার আতঙ্ক ছড়িয়ে পড়তেই বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়। এলাকার ছোট চা বাগানে আশ্রয় নিয়েছে চিতাবাঘ।

Advertisements

সন্ধ্যার পরেই চিতাটি বাগান থেকে বেরিয়ে চলে আসে লোকালয়। এলাকার বিভিন্ন বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে ছাগল, মুরগি। শুধু তাই নয় বরং ওই এলাকায় চা বাগান লাগোয়া রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। পড়ুয়াদের নিয়ে এক প্রকার আতঙ্কে পঠন-পাঠন চালাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।

খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে ওই চা বাগানে তল্লাশি চালায়। তবে বেশ কয়েক ঘন্টা তল্লাশির পরেও মেলেনি চিতা বাঘের হদিশ। বাগানে ঢুকে বনকর্মীরা পটকা ফাটায়। এদিন চিতা বাঘের আতঙ্ক ছড়াতেই এলাকায় থাকা প্রাথমিক বিদ্যালয়ের দেওয়া হয়। তোমাদের নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি শিক্ষকেরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকার মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের বাইরে বেরোনো থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বড়রা বাইরে বেরোলেও তাদের অতি সাবধানতা নিয়ে চলতে বলা হয়েছে।

Advertisements

তবে এই বারংবার চিতা বাঘের আতঙ্কে নাজেহাল সাধারণ মানুষ। তাদের দাবি দ্রুত যেন এলাকা থেকে চিতা বাঘটিকে সরিয়ে  দিক বন দফতরের কর্মীরা।

Advertisements