Kamtapur Protest: রাজ্য ভাগের দাবিতে রেল রোকো, বিচ্ছিন্ন উত্তরবঙ্গ

Kamtapur Protest

আলাদা উত্তরবঙ্গের (North Bengal- দাবিতে বারবার বার্তা দিয়েছে বিরোধী দল বিজেপি। আর কামতাপুরীদের দাবি নিজস্ব স্বশাসিত এলাকা। পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে (Kamtapur Protest) ১২ ঘণ্টা রেল রোকো কর্মসূচির জেরে রেল পথে বিচ্ছিন্ন উত্তরবঙ্গ। কোচবিহার, জলপাইগুড়ি ও মালদায় রেল রোকো কর্মসূচি নিয়েছে কেপিপি। এর ফলে গোটা দেশের সাথে উত্তরবঙ্গ রেল পথে বিচ্ছিন্ন হয়ে গেছে।

Advertisements

কেপিপি জানিয়েছে মঙ্গলবীর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই রেল অবরোধ চলবে। বিহার, অসম ও সুদূর ত্রিপুরার সাথে রেল যোগাযোগ বন্ধ আপাতত। শিলিগুড়ি জংশন হয়ে দিল্লি যাওয়ার ট্রেনগুলি বিভিন্ন স্টেশনে আটকে গেছে।

Advertisements

ত্রিপুরা থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আটকে জলপাইগুড়ির ময়নাগুড়িতে। উত্তরবঙ্গের লোকাল ট্রেনগুলিও বন্ধ। বহু যাত্রী চূড়ান্ত সমস্যায়। উত্তরবঙ্গ জুড়েই রেল রোকো চলছে। কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি জানিয়েছে, উত্তরবঙ্গের তিন জায়গায় ১২ ঘণ্টার রেল রোকো কর্মসূচি।